ইউনিয়ন বিভাজনে ৫ হাজার মানুষের প্রশাসনিক ভোগান্তি

১৪ জুন ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০১:০১ PM
প্রশাসনিক বিভাজনের জটিলতায় নাগরিকদের ভোগান্তি

প্রশাসনিক বিভাজনের জটিলতায় নাগরিকদের ভোগান্তি © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া ও রুদুরা গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ দীর্ঘদিন ধরে প্রশাসনিক বিভাজনের জটিলতায় নাগরিক সেবা গ্রহণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলা সদর থেকে মাত্র ২০০ গজ দূরে অবস্থিত এই দুটি গ্রাম প্রশাসনিকভাবে অন্তর্ভুক্ত রয়েছে প্রায় চার কিলোমিটার দূরের চাতরী ইউনিয়নে।

স্থানীয়রা জানান, ভৌগোলিকভাবে সদর ইউনিয়নের কাছাকাছি হলেও শুধু প্রশাসনিক বিভাজনের কারণে সামান্য সেবা পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় তাদের। ফলে সময়, অর্থ ও শ্রমের অপচয় হচ্ছে নিয়মিত। বিশেষ করে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা গ্রহণ, বিভিন্ন সনদ উত্তোলনসহ দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নানা হয়রানির শিকার হতে হয়।

এই সমস্যার স্থায়ী সমাধানে এলাকাবাসী ইতোমধ্যে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। উঠোন বৈঠক, সমাবেশ ও মতবিনিময় সভার মাধ্যমে জনমত তৈরির কাজ করছেন তারা। এরই ধারাবাহিকতায় আগামী রোববার (১৫ জুন) মানববন্ধন ও উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

সাবেক ইউপি সদস্য নজির হোসেন বলেন, ‘স্বাধীনতার পূর্বে ডুমুরিয়া ও রূদুরা আনোয়ারা সদর ইউনিয়নের আওতায় ছিল। কিন্তু স্বাধীনতার পর অজ্ঞাত কারণে এই দুটি গ্রামকে দূরবর্তী চাতরী ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে ডুমুরিয়া থেকে চাতরী যাওয়ার প্রধান সড়কও ভেঙে পড়েছে, ফলে যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’

স্থানীয় সংগঠক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ‘দীর্ঘদিনের এই প্রশাসনিক বিভাজনের কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। ইউনিয়ন পরিষদের স্বাভাবিক সেবা গ্রহণ করতে গেলেও সময়মতো কাজ সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। তাই দ্রুত ডুমুরিয়া ও রূদুরাকে আনোয়ারা সদর ইউনিয়নের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

স্থানীয়দের প্রত্যাশা, এ সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। এতে নাগরিক সেবা সহজলভ্য হবে এবং জনদুর্ভোগও লাঘব হবে।

ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
২০২৬ সাল ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
  • ১২ জানুয়ারি ২০২৬
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
৬০০ টাকা নিয়ে বিরোধে প্রাণ গেল যুবকের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9