বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদের প্রার্থী © টিডিসি ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-০১ আসনে প্রার্থীদের সম্পদের তথ্য নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের চেয়েও বেশি সম্পদের মালিক গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী।
নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকার বেশি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও নরসিংদী জেলা জামায়াতের আমীর মো. ইব্রাহিম ভূইয়ার মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৭৫ লাখ টাকা।
তবে সবাইকে ছাড়িয়ে গেছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এডভোকেট শিরিন আক্তার শেলী। তার হলফনামায় মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৬ কোটি ২২ লাখ টাকারও বেশি।
প্রার্থীদের সম্পদের এই পরিসংখ্যান প্রকাশের পর নরসিংদী জেলাজুড়ে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।
এ প্রসঙ্গে নরসিংদী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কাজী ইমরান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘শিরিন আপা তার প্রকৃত সম্পদের হিসাবই হলফনামায় দিয়েছেন। অন্য প্রার্থীরাও যদি তাদের প্রকৃত সম্পদের পূর্ণাঙ্গ হিসাব দিতেন, তাহলে আরও বেশি সম্পদের তথ্য সামনে আসত।’