পিরোজপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

এলাকাবাসীর মানববন্ধন
এলাকাবাসীর মানববন্ধন  © টিডিসি

‘আসুন মাদক মুক্ত সমাজ গড়ি, আমরা সবাই মিলে মাদককে না বলি’ স্লোগান সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে মাদকবিরোধী মানববন্ধন হয়েছে।

আজ বুধবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণের আয়োজনে স্থানীয় মাহমুদকান্দা সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

মাটিভাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম হেকমতের সভাপতিত্বে ও মো. শহিদুল ইসলাম সজলের সঞ্চালনায় বক্তব্য দেন মো. আরিফুজ্জামান তুহিন, ওমর আলী শেখ, ইউপি সদস্য মো. শাহ নিয়াজ ফরাজি হিরু, এস এম নুর আলম, মতিউর রহমান, মাও: জহিরুল ইসলাম নাজেরী, সাবেক বন কর্মকর্তা মো. এনামুল হক, এস এম আপেল মাহমুদ, মোল্লা মো. সফিকুর রহমান প্রমুখ।

আরও পড়ুন: সহকারী প্রকৌশলী বিদ্যুৎ ও ড্রাফটসম্যান নিয়োগের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

এ সময় বক্তারা বলেন, ‘মাদক আমাদের পরিবার, সমাজ, দেশ কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা যদি এখনো সচেতন না হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা হারিয়ে ফেলব। আমরা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ গড়ে তুলে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা যদি পাড়া-মহল্লায় থেকে মাদক বিরুদ্ধে আন্দোলন গড়ে না তুলি, তাহলে এ দেশ থেকে মাদক নির্মূল করতে পারব না। আসুন মাদক ব্যবসায়ী বা সেবী আমাদের সন্তান হলেও তাকে সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় শাস্তির আওতায় আনি। এ ভাবে আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে অচিরেই মাদক হারিয়ে যাবে।’

বক্তারা আরও বলেন, ‘জনপ্রতিনিধিরা স্থানীয়ভাবে ও প্রশাসন আইনিভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে আমরা একটি মাদকমুক্ত সুন্দর পরিবার, সমাজ ও রাষ্ট্র গড়তে পারব।’


সর্বশেষ সংবাদ