চলন্ত সিএনজির চাকা খুলে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

চলন্ত অবস্থায় অটোরিকশার চাকা খুলে নিহত ১
চলন্ত অবস্থায় অটোরিকশার চাকা খুলে নিহত ১  © টিডিসি ফটো

ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায়  আজমীর হোসেন জুয়েল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ রোববার (৮ জুন) রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের গাইন বাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আজমীর হোসেনের বাড়ি পরশুরাম উপজেলার উত্তর গুথমা গ্রামে। তিনি ওই এলাকার হারু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজমীর একটি সিএনজি অটোরিকশায় করে পরশুরাম থেকে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাইন বাড়ি সড়কের মাথায় পৌঁছালে চলন্ত অবস্থায় অটোরিকশাটির সামনের চাকা হঠাৎ খুলে যায়। ভারসাম্য হারিয়ে গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার সময় অটোরিকশায় থাকা আরও একজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি এখনো চিকিৎসাধীন। এ ছাড়া দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ