প্রেম করে বিয়ের ৩ মাসের মাথায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৪ জুন ২০২৫, ০২:০৩ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১০:২০ PM
দম্পতির মরদেহ দেখতে স্থানীয় লোকজনের ভিড়

দম্পতির মরদেহ দেখতে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন (১৫) নামের এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের সম্পর্ক থেকে মাস তিনেক আগে তারা বিয়ে করেন।

মঙ্গলবার (৪ জুন) উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রাসেল ডাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে উপজেলার বেতকাপা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, প্রেমের সম্পর্ক থেকে মাস তিনেক আগে রাসেল-জুঁই বিয়ে করেন। সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যান দুজন। পরদিন সকাল সাতটার দিকে রাসেলের মা রাশিদা বেগম ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে দেখেন দুজনই ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন।

তিনি আরও বলেন, বিয়ের পর থেকে আনন্দেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। কোনোরকম ঝামেলার কথা শোনা যায়নি।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। লাশের ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পাকিস্তানে ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের ‘ডাবল’ যাবজ্জীবন কারা…
  • ০৩ জানুয়ারি ২০২৬
চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৬০ জন …
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন’
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মানবিক কাজের মাধ্যমে নতুন বছরকে বরণ রুয়েট শিক্ষার্থীদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ড্যাফোডিল শি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!