নলকূপের গর্ত থেকে আড়াই ঘণ্টা পর উদ্ধার হওয়া শিশুটি মারা গেছে

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ PM
নলকূপের গর্ত

নলকূপের গর্ত © সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে মেজবাহ উদ্দিন (০৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা অভিযানের পর ফায়ার সার্ভিস শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। মেজবাহ ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গভীর নলকূপের গর্ত থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল চারটার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। কীভাবে সে গর্তে পড়ে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সন্ধ্যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে ক্যামেরার মাধ্যমে গর্তের প্রায় ১২ ফুট নিচে শিশুটিকে শনাক্ত করা হয়।

শিশুটির বাড়ি থেকে ৩০-৪০ ফুট দূরে ৪-৫ বছর আগে সরকারি প্রকল্পের আওতায় গভীর নলকূপ বসানোর জন্য গর্ত খোঁড়া হয়েছিল। তবে নলকূপ বসানো হয়নি। পরিত্যক্ত ওই গর্তটি দীর্ঘদিন ধরে উন্মুক্ত ছিল বলে অভিযোগ স্থানীয়দের।

কদলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কয়েক বছর আগে সরকারি প্রকল্পের অধীনে এখানে গভীর নলকূপ বসানোর কাজ শুরু হলেও শেষ পর্যন্ত তা বসানো হয়নি। কেন কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আদম আলী বলেন, সন্ধ্যার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে শিশুটিকে আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে গর্ত থেকে উদ্ধার করা হয়।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের প্রায় ৩০ ফুট গভীর গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মৃত্যু হয়। প্রায় ৩২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছিল।

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage