কুড়িগ্রামে টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে ফসলি জমি

ক্ষেত থেকে বাদাম তুলছেন কৃষকেরা
ক্ষেত থেকে বাদাম তুলছেন কৃষকেরা  © টিডিসি

কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে বেড়েছে তিস্তার নদীর পানি। এতে প্লাবিত হয়ে পড়েছে তিস্তা অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে গেছে চরে আবাদ করা শত শত হেক্টর বাদামক্ষেত। এ অবস্থায় অনেক কৃষক ক্ষেতের অপরিপক্ব বাদাম তুলে নিলেও অনেক কৃষকের ক্ষেত রয়েছে পানির নিচে।

কৃষকরা জানান, আর এক সপ্তাহ পর ক্ষেত থেকে বাদাম তুলতে পারতেন। কিন্তু হঠাৎ তিস্তার পানি বাড়ায় নিচু এলাকার সব বাদামক্ষেত পানিতে তলিয়ে গেছে।

উলিপুর উপজেলার গড়াই পিয়ার এলাকার তিস্তার অববাহিকার কৃষক মঞ্জু মিয়া বলেন, ‘আমার দুই বিঘা জমির বাদাম পানির নিচে। খুব একটা টেনশনে আছি, খরচের টাকা উঠবে কি না।’

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আসাদুজ্জামান বলেন, বাদম ও তিল মিলে প্রায় ৬৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। তবে পানি শুকিয়ে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ফারাক্কার ৪৪ টি গেট খুলে দেওয়ায় গতকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার পর আগামীকাল থেকে পানি হ্রাস পাবে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ