১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৫ জন

২৯ মে ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ১১:১৫ AM
নিয়োগপ্রাপ্ত পুলিশ

নিয়োগপ্রাপ্ত পুলিশ © সংগৃহীত

মাত্র ১২০ টাকায় আবেদন করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পিরোজপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ১৫ জন। কোনো ঘুষ, তদবির বা হয়রানি ছাড়াই এই নিয়োগ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ (২৯ মে) দুপুরে পিরোজপুর জেলা পুলিশ লাইনসের ড্রিল সেডে পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট-২০২৫ এর ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের।

ঘোষিত ফলাফলে কনস্টেবল পদে ১৫ জন চাকরিপ্রাপ্ত প্রার্থী নাম শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তাদের অনেকেই অভিভাবকদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করে আনন্দ প্রকাশ করেন। নিয়োগপ্রাপ্তরা জানান, কোনো ধরনের ঘুষ বা সুপারিশ ছাড়াই স্রেফ ১২০ টাকার আবেদন ফিতে চাকরি পাওয়া তাদের কাছে স্বপ্নপূরণের মতো।

নিয়োগপ্রাপ্ত পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শিহাব উদ্দিন সিকদার বলেন, ‘চাকরির আশায় অনলাইনে আবেদন করি। এরপর জেলা পর্যায়ে এসে শারীরিক, লিখিত ও মৌখিক সব পরীক্ষায় অংশ নিই। সবগুলোতে উত্তীর্ণ হয়ে চাকরিও হয়ে গেল। কোনো প্রকার তদবির বা যোগাযোগ ছাড়াই এটা সম্ভব হয়েছে—এখনও স্বপ্ন মনে হচ্ছে।’

তার মা বলেন, ‘মাত্র ১২০ টাকায় আবেদন করে ছেলের চাকরি হয়েছে। ঘুষ বা তদবির কিছুই লাগেনি—আমরা খুব খুশি।’

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, ‘নিয়োগপ্রাপ্তরা শতভাগ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। এখানে কোনো ঘুষ, তদবির কিংবা স্বজনপ্রীতির স্থান হয়নি। এটি সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে।’

ফলাফল ঘোষণার সময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বরগুনা মো. আবদুল হালিম; অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল), বরিশাল মোসা. শারমিন সুলতানা রাখীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে গিয়ে আ. লীগ নেতা আ…
  • ০২ জানুয়ারি ২০২৬
গভীর সমুদ্রে ডাকাতের কবলে ১০ জেলে, সব লুট হওয়ার পর কোস্ট গা…
  • ০২ জানুয়ারি ২০২৬
ওই স্পেলটাই জীবনের সেরা, বিসিবির প্রস্তাব পেলে অবশ্যই করব :…
  • ০২ জানুয়ারি ২০২৬
আওয়ামী লীগ নেতা নানক পরিবারের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর…
  • ০২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড কাল
  • ০২ জানুয়ারি ২০২৬
‘চান্স প্লাস পড়ে ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, জানতাম না বইটির …
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!