বিকেলে আটক, রাতেই ছাড়া হলো সাবেক ভূমিমন্ত্রী হীরাকে

আওয়ামী লীগ নেতা ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা
আওয়ামী লীগ নেতা ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা  © টিডিসি

আওয়ামী লীগ নেতা ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে সাধারণ জনতা আটক করে পুলিশে দেওয়ার পর ঘটনা ঘটেছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পরেই পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জনতা তাদেরকে আটক করে রাত সাড়ে ১০টার দিকে জামালপুর সদর থানায় হস্তান্তর করে। পরে রাত সাড়ে ১১টার দিকে রেজাউল করিম হীরার অসুস্থতা ও বয়স বিবেচনায় থানায় মুছলেকা নিয়ে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক ভূমিমন্ত্রী শেরপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ে জমি রেজিস্ট্রির সময় স্থানীয় জনতা রেজাউল করিম হীরাকে ঘিরে ফেলেন। পরে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। এসময় তারা সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে সাবেক মন্ত্রী ও তার স্ত্রীকে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: মুক্তি পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

থানা থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সল মো. আতিক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে জামালপুর সদর থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় এবং শারীরিক অসুস্থতা ও বয়সের বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে থানায় মুছলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, রেজাউল করিম হীরা বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ ও সংসদ সদস্য ছিলেন। তিনি জামালপুর-৫ থেকে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০৯-২০১৪ মেয়াদে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার স্ত্রী সালমা খাতুন জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence