বিমানবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন ১ ফেব্রুয়ারি থেকে

১৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ বিমানবাহিনীতে

অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ বিমানবাহিনীতে © সংগৃহীত

অফিসার ক্যাডেট নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। প্রতিষ্ঠানটি স্বল্পমেয়াদি (ডিই ২০২৫বি) কোর্স ও বিশেষ স্বল্পমেয়াদি কমিশন (এসপিএসএসসি ২০২৫বি) কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। ছয়টি (ডিই ২০২৫বি কোর্সে ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিন্যান্স ও মিটিওরলজি এবং এসপিএসএসসি ২০২৫বি কোর্সে শিক্ষা) শাখায় দেওয়া হবে এই নিয়োগ। আবেদন ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীদের ৬ মাস প্রশিক্ষণশেষে ‘ফ্লাইং অফিসার’ ও ‘ফ্লাইট লেফটেন্যান্ট’ পদে কমিশন দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা—

ইঞ্জিনিয়ারিং শাখা—

*ইঞ্জিনিয়ারিং শাখার জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’-সহ জিপিএ ৪.৫০ থাকতে হবে। অথবা,

*জিসিই ‘ও’ লেভেলে পদার্থ, গণিত ও রসায়নসহ অন্যূন ৫ বিষয়ে ন্যূনতম গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থ, গণিত ও রসায়নে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে;

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশল/তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল/তড়িৎ, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন প্রকৌশল/কম্পিউটার প্রকৌশল/অ্যারোনটিক্যাল (অ্যারোস্পেস বা অ্যাভিওনিক্স)/কেমিকেল/ধাতুবিদ্যা প্রকৌশলে সিজিপিএ-৪-এর মধ্যে ন্যূনতম ৩-সহ ন্যূনতম স্নাতক প্রকৌশল ডিগ্রি থাকতে হবে;

এটিসি/এডিডব্লিউসি শাখা—

*এটিসি/এডিডব্লিউসি শাখার জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’-সহ জিপিএ ৪.৫০ থাকতে হবে। অথবা,

*জিসিই ‘ও লেভেলে পদার্থ ও গণিতসহ অন্যূন ৫ বিষয়ে ন্যূনতম গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে;

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসিতে পদার্থ ও গণিতসহ সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩ থাকতে হবে;

ফিন্যান্স শাখা—

*ফিন্যান্স শাখার জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় গণিত/হিসাববিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’-সহ জিপিএ ৪.৫০ থাকতে হবে। অথবা,

*জিসিই ‘ও’ লেভেলে গণিত/হিসাববিজ্ঞানসহ অন্যূন ৫ বিষয়ে ন্যূনতম গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত/হিসাববিজ্ঞানসহ অন্যূন ২ বিষয়ে ন্যূনতম গ্রেড ‘বি’ থাকতে হবে;

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ব্যাচেলর অব কমার্সে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

মিটিওরলজি শাখা—

মিটিওরলজি শাখার জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’-সহ জিপিএ ৪.৫০ থাকতে হবে। অথবা,

*জিসিই ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ অন্যূন ৫ বিষয়ে ন্যূনতম গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড ‘বি’ থাকতে হবে;

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিটিওরলজি বিষয়ে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩-সহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

শিক্ষা শাখা—

*শিক্ষা (পদার্থ, গণিত ও সাইকোলজি) শাখার জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে;

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ/গণিত/সাইকোলজি বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ২৩৬

প্রার্থীর বয়স—

সব শাখার প্রার্থীকে আবেদনের জন্য অবিবাহিত হতে হবে। ২০২৫ সালের ২৩ জুন প্রার্থীর বয়স (ডিআই ২০২৫বি কোর্সে জন্য) ২০ থেকে ৩০ বছর হতে হবে; এসপিএসএসসি ২০২৫বি কোর্সের জন্য বয়স ২১ থেকে ৩৫ বছর। 

শারীরিক যোগ্যতা——

পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৬৪ ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম ৩২ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। নারী প্রার্থীদের উচ্চতা ৬২ ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি। চোখের দৃষ্টিশক্তি হতে হবে এটিসি/এডিডব্লিউসি শাখার জন্য ৬/১২ এবং ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, মিটিওরলজি ও শিক্ষা শাখার জন্য ৬/৩৬;

যেভাবে আবেদন—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিকের পর Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি: নিবন্ধন করে ফি বাবদ প্রার্থীদের ১,০০০ টাকা জমা দিতে হবে;

প্রাথমিক লিখিত পরীক্ষার তারিখে করণীয়—

প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সদ্য তোলা ১২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং ৪ কপি স্ট্যাম্প আকারের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে;

দরকারি কাগজপত্র—

প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় বিজ্ঞপ্তিতে উল্লিখিত সনদসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতার সব সাময়িক সনদ, প্রশংসাপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি পরীক্ষাকেন্দ্রে সঙ্গে আনতে হবে। নাগরিকত্ব, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানার সনদ জমা দিতে হবে। এ ছাড়া বর্তমান বা সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।

প্রশিক্ষণ ও কমিশন—

বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ শেষে স্বল্পমেয়াদি (ডিই) কোর্সে সরাসরি ‘ফ্লাইং অফিসার’ ও বিশেষ স্বল্পমেয়াদী কমিশন (এসপিএসএসসি) কোর্সে সরাসরি ‘ফ্লাইট লেফটেন্যান্ট’ পদে কমিশন দেওয়া হবে। কমিশন প্রাপ্তির পর ইঞ্জিনিয়ারিং শাখার প্রার্থীদের এককালীন ৫৯,১৫০ টাকা ও বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্সের প্রার্থীদের এককালীন ৪২,২৫০ টাকা বিশেষ ভাতা দেওয়া হবে;

সুযোগ-সুবিধা—

*প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটরা মাসিক বেতন পাবেন ১০ হাজার ৫০০ টাকা;

*প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন-ভাতা প্রাপ্য হবেন;

*বিদেশে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের ও কমিশন প্রাপ্তির পর অফিসারদের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে;

*জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ রয়েছে;

*বিমানবাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসসহ দেশ-বিদেশে মাস্টার্স-পিএইচডিসহ উচ্চতর শিক্ষা অর্জন করতে পারবেন;

*বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোয় সামরিক/সহকারী সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগের সুযোগ রয়েছে;

*সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত স্কুল-কলেজে অধ্যয়নের সুযোগ রয়েছে;

*বিমানবাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবার বিমান বা হেলিকপ্টারযোগে যাতায়াতের সুযোগ আছে;

*বাসস্থান ও রেশনপ্রাপ্তির সুযোগ, সামরিক হাসপাতালে নিজের ও পরিবারের চিকিৎসার সুযোগ রয়েছে;

নির্বাচনপদ্ধতি—

প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা। এ পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং/ এটিসি/এডিডব্লিউসি/মিটিওরলজি শাখার জন্য আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থ; শিক্ষা শাখার জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং ফিন্যান্স শাখার জন্য আইকিউ, ইংরেজি ও বিজনেস স্টাডিজ বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এরপর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা এবং আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি)/এসএসবি, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমবি) কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফএসবি) কর্তৃক কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত করার পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষার তারিখ ও কেন্দ্র—

আগামী ১০, ১১, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি এবং ২, ৫, ৯ ও ১২ মার্চ। বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ ঠিকানায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

চাঁপাইনবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণে ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্ন…
  • ১২ জানুয়ারি ২০২৬
মহেশখালীতে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ভয়াবহ অগ্নিক…
  • ১২ জানুয়ারি ২০২৬
সরকারি বরাদ্দের ৫ ভাগ টাকা কাজে লাগে, বাকিটা ভাগ-বাঁটোয়ারা…
  • ১২ জানুয়ারি ২০২৬
রেজাল্টে এগিয়ে থাকা ১১ জন আউট, নিয়োগ পেলেন প্রো-ভিসির কন্যা
  • ১২ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য …
  • ১২ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস হয়নি: অধিদপ্তর
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9