আজহারীর লেখা বই নকল করে বাজারে ছাড়ার বিষয়ে তদন্তের নির্দেশ আদালতের

১১ নভেম্বর ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ PM
ড. মিজানুর রহমান আজহারী ও তার লেখা ‘এক নজরে কুরআন’ বই

ড. মিজানুর রহমান আজহারী ও তার লেখা ‘এক নজরে কুরআন’ বই © ফাইল ছবি

মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বই অন্যরা নকল করে বাজারে ছাড়ার বিষয়ে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ১১ ডিসেম্বর এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন আদালত।

আদালত আদেশে বলেন, মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর বহুল প্রচারিত বইটি নকল করে বাজারজাত করায় বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারী অপরাধ। কপিরাইট আইন, ২০২৩ ও পেনাল কোডের ৪২০/৪৬৮/৪৭১/৩৪ ধারা মোতাবেক আমলযোগ্য ও বিচারযোগ্য অপরাধ। এমতাবস্থায়, আদেশে  প্রতিবেদন আমলে নিয়ে ফৌজদারী কার্যবিধির ১৯০(১) (সি) ধারা মোতাবেক স্বপ্রণোদিত হয়ে এই ঘটনার বিষয়ে আদেশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

বেসরকারি টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানটি পর্যালোচনা পূর্বক এই প্রতিবেদনে প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ও সরেজমিনে তদন্ত পূর্বক এবং ‘এক নজরে কুরআন’ বইয়ের প্রকাশক সত্যায়ন পাবলিশার্স থেকে তথ্য সংগ্রহসহ বিস্তারিত তদন্ত করার জন্য ডিএমপির ডিবিকে নির্দেশ প্রদান করা হলো।

আদালত আদেশে আরো বলেন, গতকাল সোমবার (১০ নভেম্বর) পল্টন সিআর (মামলা নম্বও ১৫৯৪/২৫) মামলার শুনানি ও আদেশ প্রদানের প্রেক্ষিতে একটি বেসরকারি টেলিভিশনে ‘চুরি বিদ্যা’ শিরোনামে প্রচারিত অনুষ্ঠানে জননন্দিত আলেম  ড. মিজানুর রহমান আজহারীর রচিত বহুল প্রচারিত বই ‘এক নজরে কুরআন’ নকল করে ও পাইরেসি করে বাজারে সরবরাহ, বিক্রয় ও অনলাইনে বিক্রয়ের অভিযোগে প্রচারিত অনুষ্ঠানে বাইতুল মোকররম, পুরানা পল্টন, মিরপুরসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান করে বেশ কিছু নকল ও পাইরেটেড ‘এক নজরে কুরআন’ বইয়ের কপি সংগ্রহ করা হয়। 

এই প্রতিবেদন মোতাবেক মামলার বাদী মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্স কর্তৃক বইটির নকল কপি করে বাজারে সরবরাহের দাবি করা হয়। যদিও ওই প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তা স্বীকার করেননি। একই দিনের আদেশ মোতাবেক এ মামলা খারিজ করা হয়।

পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের হুমায়রার
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9