আজ এক্সপোর্ট, কাল দেশেই ‘নিকোটিন পাউচ’ বিক্রি হবে না তার গ্যারান্টি কী?
নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে বৈশ্বিক তামাক কোম্পানি ফিলিপ মরিসকে ‘নিকোটিন পাউচ’ উৎপাদনে কারখানা স্থাপনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। বলা হচ্ছে, টি-ব্যাগের মতো ক্ষতিকর এ পণ্য কেবল বিদেশে রপ্তানির উদ্দেশ্যে উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে। অনুমোদনের শর্ত অনুযায়ী, কোম্পানিটিকে অবশ্যই এক বছরের মধ্যে উৎপাদন শুরু করতে হবে। সম্প্রতি এ তথ্য সামনে আসার পর প্রতিবাদ জানিয়েছে তামাকবিরোধী বিভিন্ন সংগঠন।
নিকোটিন পাউচ উৎপাদনের অনুমোদনের প্রতিবাদ করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশও। গত ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগ পণ্যটির ক্ষতিকর দিক নিয়ে একটি সেমিনারের আয়োজন করে। একই সাথে এর উৎপাদনের অনুমতি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নিকোটিন পাউচসহ তামাক পণ্যের ঝুঁকি, ভয়াবহতা ও সমাধান নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. আক্তার হোসেন খান। সাক্ষাৎকার নিয়েছেন নবাব আব্দুর রহিম।
- interview
- ০৫ নভেম্বর ২০২৫ ২১:২৪