পরিবারকে সময় দিতে অবসরের পরিকল্পনা রোনালদোর

০৫ নভেম্বর ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:১৫ PM
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো © সংগৃহীত

দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি শীঘ্রই ঘটাতে যাচ্ছেন আল-নাসর স্ট্রাইকার ও পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তিনি বলছেন, এই সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ হবে না। ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তার পোস্ট-ফুটবল জীবন নিয়ে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন।

ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য সাফল্য ছুঁয়েছেন রোনালদো। তবে গোল এবং সাফল্যের প্রতি তার আগ্রহ কখনও কমেনি। ইউরোপীয় ক্লাব ফুটবলের অধ্যায় শেষ করে বর্তমানে আল নাসরে খেলা এই তারকা গত মাসে জানান, হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য তার।

সেই পথে ভালোভাবেই এগোচ্ছেন তিনি। ক্লাবের সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে রোনালদোর মোট ক্যারিয়ার গোলের সংখ্যা ৯৫২। কিন্তু এবার হঠাৎ করেই পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর কণ্ঠে অবসর নেওয়ার চিন্তা।

সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান রোনালদো; কবে তিনি বুটজোড়া রাখবেন এমন প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, “শীঘ্রই।”

তার মতে, “আমার মনে হয়, আমি প্রস্তুত থাকব। যদিও এটা খুব, খুব কঠিন হবে।”

রোনালদো বলছেন, “তবে, ২৫, ২৬, ২৭ বছর বয়স থেকে আমি আমার ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি নিয়েছি। আমি মনে করি, আমি এই চাপ সামলাতে পারব। ফুটবলে গোল করার পর শরীর থেকে যেভাবে অ্যাড্রেনালিন নিঃসৃত হয়, এর তুলনীয় আর কিছু নেই।”

তবে, একপর্যায়ে থেমে যেতে হবে—এটি রোনালদো ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেছেন। তার ভাষ্য, “সবকিছুরই শুরু ও শেষ আছে। (ফুটবল ছাড়ার পর) আমি নিজের জন্য বেশি সময় পাব, পরিবারকে সময় দেব, আমার সন্তানদের বড় করব।”

২০১৬ সালে পর্তুগালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতাতে নেতৃত্ব দেওয়ার পর, জাতীয় দলের হয়ে দুটি উয়েফা নেশন্স লিগ জিতেছেন রোনালদো। অবশ্য, ৪০ বছর পেরিয়েও তিনি জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আর ক্লাব ফুটবলে তার সাফল্যের শেষ দেখা যাচ্ছে না। 

স্পোর্তিং লিসবন থেকে ক্যারিয়ার শুরু করে নিজেকে প্রমাণ করেই চলছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে হয়ে উঠেন পূর্ণাঙ্গ তারকা। এরপর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ক্যারিয়ারের সবচেয়ে সফল ৯টি বছর কাটান। এরপর ইউভেন্টাস এবং ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদ শেষ করে ২০২৩ সালের শুরুতে যোগ দেন সৌদি প্রো লিগের আল নাসর ক্লাবে।

রিয়াল মাদ্রিদে চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট পাঁচটি শিরোপা জিতেছেন এই তারকা। সৌদি ফুটবলে আসলেও নিয়মিত গোল করে যাচ্ছেন; যদিও ক্লাবের হয়ে এখনও কোনো শিরোপা জেতা হয়নি।

আগামী বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ। বর্তমানে বৈশ্বিক আসরে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ব্যস্ত রোনালদো ও তার দেশ পর্তুগাল।

রাষ্ট্রের কাছে একমাত্র দাবি আমার স্বামী হত্যার বিচার: ওসমান…
  • ১৬ জানুয়ারি ২০২৬
 রাবির ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
পুরো পৃথিবীতেই সরকার গণভোটের পক্ষ নেয়: শফিকুল আলম
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচি…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9