মাজার ভাঙা থেকে লাশ পোড়ানো, নীরবতার দায় কার?
ছোটবেলায় বিটিভিতে এক সিনেমা দেখেছিলাম। ছবির নাম মনে নেই, তবে খলঅভিনেতা রাজীব কবরে গিয়ে লুকিয়েছিল। কিন্তু সেখানে গিয়েও রক্ষা হয়নি। তার সেই ডায়ালগ ছিল, “শান্তি নাই, শান্তি নাইরে, কবরে গিয়েও শান্তি নাই।”
- opinion
- ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৮