গাজীপুরে আবারও অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

গাজীপুরের বাসন থানার কড্ডা বাজার এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
 
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, রাত আড়াইটার দিকে কড্ডা এলাকায় আনুমানিক ৩৮-৪০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
 
ওসি আরও জানান, নিহতের পরনে টি-শার্ট ও প্যান্ট রয়েছে। তার মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।
 
নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।


সর্বশেষ সংবাদ