জামায়াত-শিবির হয়েছে ‘জাশি’, বিএনপি-ছাত্রদল ‘বিছা’, আছে ‘শাহবাগী’-‘শিশু দল’ ট্যাগও
রাজনৈতিক দলগুলোর মধ্যে রিয়েল বা ফেইক কিংবা ছদ্মবেশী আইডির মাধ্যমে পাল্টাপাল্টি অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ, কুৎসা রটনা, ট্যাগিং, ট্রলিং, ঘৃণামূলক ভাষ্য এবং ব্যক্তিগত চরিত্রহননের প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার পাশাপাশি ঘরোয়া বিরোধ মেটাতেও বেছে নেওয়া হচ্ছে ডিজিটাল হিংসা ও মনস্তাত্ত্বিক আক্রমণের পথ। অন্যদিকে, ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
- politics
- ২৬ জুলাই ২০২৫ ২২:৪০