ঢাবিতে জুলাই বিপ্লব নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কাল

২৬ জুলাই ২০২৫, ০৯:৪৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৬:১৫ PM
আগামীকাল ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই বিপ্লব-বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন

আগামীকাল ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই বিপ্লব-বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন © টিডিসি

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামীকাল রবিবার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছেজুলাই বিপ্লব-বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন। এ সম্মেলনের মাধ্যমে শুধু জুলাই ২০২৪-এর রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটই বিশ্লেষণ করা হবে না, বরং ‘বাংলাদেশ ২.০’ নামে একটি ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির রূপরেখাও উপস্থাপিত হবে।

ঢাকাভিত্তিক গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

‘দ্য লিগ্যাসি অব জুলাই রেভ্যুলেশন ২০২৪: রিবিল্ডিং বাংলাদেশ’ শীর্ষক এ সম্মেলনের মূল লক্ষ্য হলো জুলাই বিপ্লবের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, একাডেমিক গবেষণাপত্র উপস্থাপন ও বিশ্লেষণমূলক আলোচনা এবং ‘বাংলাদেশ ২.০’ গঠনের দিকনির্দেশনা তৈরি। এ লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে দেশ ও বিদেশের মোট ১৩টি গবেষণা প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটি সংগঠন অংশ নিচ্ছে।

এতে সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা, সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেস, যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির স্কুল অব পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, দ্য ইন্টারনেশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি, যুক্তরাজ্যের বাংলাদেশ ২.০ ইনিশিয়েটিভ, যুক্তরাষ্ট্রভিত্তিক সোচ্চার, ঢাকার ইনসাফ, তুরস্কভিত্তিক সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ, ঢাকার সেন্টার ফর পলিসি অ্যানালিসিস অ্যান্ড অ্যাডভোকেসি এবং যুক্তরাজ্যের জাগরণ ফাউন্ডেশন। এ ছাড়া সম্মেলনটি বিভিন্ন সামাজিক, কমিউনিটিভিত্তিক, অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত হচ্ছে।

আরও পড়ুন: ‘ছাত্রদল কর্মী ওয়াসিম প্রথম শহীদ, আবু সাঈদ নয়’

সম্মেলনে  উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের  উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, প্রধান উপদেষ্টার দপ্তরের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত অধ্যাপক লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার দপ্তরের বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং তুরস্কের বিশিষ্ট বুদ্ধিজীবী ও একাডেমিক অধ্যাপক ড. ইয়াসিন আক্তাই।

সম্মেলনে ১৫ জনের বেশি বিশেষজ্ঞ বক্তা, ১০টির বেশি সরাসরি প্যানেলে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা থাকবে। এ ছাড়া সম্মেলনে উপস্থাপনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চার শতাধিক গবেষণা প্রবন্ধ জমা পড়ে। কঠোর পিয়ার রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে ৬০টি প্রবন্ধকে মৌখিক উপস্থাপনার জন্য এবং ৬০টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য মনোনীত করা হয়। নির্বাচিত প্রবন্ধগুলো উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক, অ্যাক্টিভিস্ট, ছাত্রনেতা, আইনবিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকগণ, যারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, ফিল্ড অ্যানালাইসিস, গবেষণার গভীরতা এবং নীতিনির্ভর বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়বস্তু তুলে ধরবেন।

সম্মেলন শেষে টিএসসি অডিটরিয়ামে পরিবেশিত হবে একটি মঞ্চনাটক ‘লাল জুলাই’, যা জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও তাৎপর্যকে সাংস্কৃতিক ভাষায় উপস্থাপন করবে।

গ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপ
  • ১৮ জানুয়ারি ২০২৬
আইএসইউতে শিক্ষা ও গবেষণা নিয়ে জাপান-বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নেবে আখতার গ্রুপ, নিয়োগ ঢাকাসহ ৪ জেলায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসুর প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে ইসি ভবন ঘেরাও ছাত্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ
  • ১৮ জানুয়ারি ২০২৬
পরাজয় সহ্য করতে না পেরে ছাত্র সংসদ নির্বাচন পেছাতে ইসি ঘেরা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9