আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রীম স্কুল অন্ড কলেজে ১৫০ শিক্ষার্থী পেল নতুন স্কুল ড্রেজ

১৫০ শিক্ষার্থী পেল নতুন স্কুল ড্রেজ
১৫০ শিক্ষার্থী পেল নতুন স্কুল ড্রেজ  © টিডিসি ছবি

যশোরের কচুয়া ইউনিয়নের রায়মানি গ্রামে অবস্থিত আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রীম স্কুল অ্যান্ড কলেজে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) মতিজান নেছা শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ ড্রেস বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপহার হিসেবে দেওয়া এসব পোশাক পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি প্রধান কার্যালয়ের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার গোলাম ইয়ামদানী সাগর। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিজান নেছা শিক্ষা ও কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সম্পাদক এ এস এম জিল্লুর রশিদ।

আরও পড়ুন: দাবি ১ কোটি, ১০ লাখ নেওয়ার পর আটকে গেলেন সমন্বয়কসহ ৫

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বিন্দু, স্বাস্থ্য বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, সমাজসেবক সোহেল হোসেন, এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিমুল হোসেন।

এ সময় ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৫০ জন শিক্ষার্থী ছাড়াও স্থানীয় রায়মানিক হাফিজিয়া মাদ্রাসার ২০ জন শিক্ষার্থীকেও স্কুল ড্রেস উপহার দেওয়া হয়।

উপস্থিত অতিথিরা বলেন, সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এ ধরনের মানবিক ও ইতিবাচক উদ্যোগ আরও বাড়াতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং আত্মবিশ্বাস গড়তে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত দেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!