মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্রসহ ‘চাঁদাবাজখ্যাত’ শামীম গ্রেপ্তার

‘চাঁদাবাজখ্যাত’ শামীম
‘চাঁদাবাজখ্যাত’ শামীম   © সংগৃহীত

কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ মো. নাজমুল ইসলাম শামীম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত শামীম এলাকায় চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

শনিবার (২০ ডিসেম্বর) র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শামীমের কাছে অবৈধ অস্ত্র মজুত থাকার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। এরই প্রেক্ষিতে শুক্রবার গভীর রাতে জাঙ্গালিয়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৩টি পাইপগান, ৬০টি কার্তুজ, বিভিন্ন বোরের ৬০ রাউন্ড গুলি এবং ১৮ রাউন্ড মেশিনগানের গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া পিস্তল ও রিভলভারের গুলি এবং ১০টি দেশীয় ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, মৃত আব্দুল হালিমের ছেলে নাজমুল ইসলাম শামীম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিল। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!