জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী © টিডিসি ছবি
জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের এনইএফ বৃত্তির চেক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. আশাবুল হক, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক জাকির হোসেন, এগ্রোনোমি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহিল বাকি, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রহিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনইএফ বাংলাদেশ কমিটির সদস্য উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জাহিদুর রহমান।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী তিন বছর বার্ষিক ৩৬ হাজার টাকা (আনুমানিক) হারে বৃত্তি পাবেন। বিভিন্ন লেভেল এর মোট ২৯ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বৃত্তি প্রাপ্ত সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, ফেলোশিপ অনেক সম্মানের বিষয়। ফেলোশিপ পেলে শিক্ষার্থীদের নিজেদের উপর বিশ্বাস বাড়ে। আশা করি তোমরা এর মাধ্যমে নিজেদের ডেভেলপ করবা। তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক। তিনি আরও বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের উপরে তুলতে পারে না, শিক্ষার্থীরাই প্রতিষ্ঠানকে উপরে তুলে। তোমাদের মাধ্যমেই শেকৃবি উন্নতির শিকড়ে পৌঁছাবে এটাই আশা করি।
নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা। উন্নয়নশীল দেশগুলোর পরিবেশ সুরক্ষার জন্য নাগাও ১৯৮৯ সালের নভেম্বরে এই সংস্থাটি প্রতিষ্ঠিত করেন। সংস্থাটি থেকে কৃষিতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের আরও চারটি বিশ্ববিদ্যালয়কে এই বৃত্তির আওতাভুক্ত করা হয়েছে। অপর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।