সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ল্যাব উদ্বোধন

০৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ PM
ল্যাব উদ্বোধনকালে অতিথিরা

ল্যাব উদ্বোধনকালে অতিথিরা © সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। উন্নতমানের যন্ত্রপাতি সমৃদ্ধ এই ল্যাব ব্যাবহার করে শিক্ষক শিক্ষার্থীরা মানসম্মত গবেষণার সুযোগ পাবেন। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল দশটায় ভেটেরিনারি অনুষদ ভবন-২ এর তৃতীয় তলায় ল্যাবরেটরি উদ্বোধন করেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।

মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনভিত্তিক অলাভজনক সংস্থা সিডিং ল্যাবসের অর্থায়নে স্থাপিত এই ল্যাবটিতে রয়েছে ফ্লো সাইটোমিটার, পিসিআর, ইলেক্ট্রোফোরেসিস সিস্টেম, স্পেকট্রোমিটার ও মাইক্রোপ্লেট রিডার, অটোক্লেভ ও বায়োসেফটি ক্যাবিনেট প্রভৃতি মূল্যবান ও আধুনিক যন্ত্রপাতি।

ভেটেরিনারি অনুষদের ডেইরি সায়েন্স বিভাগের আওতাধীন ল্যাবটির সার্বিক তত্ত্বাবধানে আছেন বিভাগটির বিভাগীয় প্রধান প্রফেসর ড. ফেরদৌস মো. আলতাফ হোসেন।  ল্যাবটিতে ডিএনএ এবং আরএনএ বিশ্লেষণ, প্রোটিন গবেষণা এবং কোষীয় স্তরের অনুসন্ধান, বিভিন্ন ধরনের রোগ- যেমন পশুদের সংক্রামক রোগ, টিকাজনিত রোগ বা অন্যান্য স্থানীয় মহামারীর দ্রুত ও সঠিক শনাক্তকরণ ও গবেষণা পরিচালিত হবে। শিক্ষকদের পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা তাদের গবেষণামূলক কাজের জন্য এই ল্যাবে কাজ করবেন।

ল্যাব উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘আমি চাই এই ল্যাব যেন বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে কাজে লাগে এবং  সবাই যেন গবেষণা করতে পারে। ল্যাবটি আজ থেকে ৩ বছর আগে উদ্বোধন হওয়া প্রয়োজন ছিল। অনেক যন্ত্রপাতি পড়ে ছিল। এটি কেন হয়েছে আমি জানি না, তবে আমার মনে হয় বিজ্ঞানের ক্ষেত্রে এসব রাজনীতি কিংবা অন্য কোনো বাঁধা আসা উচিত না।’

তিনি বলেন, ‘আজ থেকে ৩ বছর আগে যদি উদ্বোধন হত, তাহলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় অনেক বেশি এগিয়ে যেতে পারত। এটার যথাযথ ব্যবহার এবং সবাই যেন এটি ব্যবহার করতে পারি সেই প্রত্যাশা রাখি।’

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি মনিটরিং কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবেদ চৌধুরী, বাংলাদেশ ফুড সেফটি অথরিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব, সিকৃবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা এবং ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. এএসএম মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

নাটোরে বিএনপি প্রার্থী দুলুকে সমর্থন দিল গণঅধিকার পরিষদ
  • ০৯ জানুয়ারি ২০২৬
তীব্র গ্যাস সংকটের কারণ জানাল তিতাস
  • ০৯ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে ছাত্রদলের সাদমান সাম্যর চমকপ্রদ জয়
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে প্রশ্ন ফাঁ…
  • ০৯ জানুয়ারি ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২৬, আবেদন শেষ ২৫ জানুয়ারি
  • ০৯ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের ও ইসলামী আন্দোলনের প্রার…
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9