সিকৃবিতে শতাধিক প্রাণীকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান

১২ অক্টোবর ২০২৫, ০৯:২৫ AM , আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৯:২৮ AM
বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান

বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান © সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শতাধিক প্রাণীকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেয়া হয়েছে। বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপনের উপলক্ষ্য হিসেবে  'স্ট্রিট অ্যানিমাল ফ্রি র্যাবিস ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন' শীর্ষক কর্মসূচির দ্বিতীয় পর্বে এই টিকা দেয়া হয়।

গতকাল শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিকৃবির পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতাল এর সহযোগিতায় এবং প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন প্রাধিকার ও ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশনের (আইভিএসএ) সিকৃবির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর কর্মসূচির প্রথম পর্বে শতাধিক বেওয়ারিশ ও পোষা কুকুর-বিড়ালকে এই টিকা দেয়া হয়েছিল। আয়োজকরা জানান, এবারের ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং রাস্তার প্রাণীদের টিকাদানের মাধ্যমে ‘Zero Rabies by 2030’ লক্ষ্যের দিকে আরও এক ধাপ অগ্রসর হওয়া।

 টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক ও প্রাধিকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ড. মোঃ মুক্তার হোসেন, সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায়, প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও আইভিএসএ সিকৃবি, বাংলাদেশ-এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. তিলক চন্দ্র নাথ, icddr,b এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শাফিউল আলম, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ফিল্ড এপিডেমিওলজিস্ট কাজী তাহমিনা করিম প্রমুখ।

আইভিএসএ সিকৃবি এবং প্রাধিকারের উপদেষ্টা অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায় বলেন, ‘এধরণের মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সম্প্রতি বিভিন্ন স্থানে জলাতঙ্কের ঘটনা এবং এটি নিয়ে মানুষের আতঙ্ক-আশংকা বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে এধরণের ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অবশ্যই জলাতঙ্ক থেকে বেওয়ারিশ প্রাণী এবং সেইসাথে আশেপাশের মানুষদেরও জলাতঙ্ক থেকে নিরাপদ রাখতে সহায়ক হবে।’

পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মোঃ মুক্তার হোসেন বলেন, ‘প্রাধিকার এবং আইভিএসএ সাউ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতাল থেকে ভ্যাক্সিন সরবরাহ করা হয়েছে এবং সামনেও এধরণের কাজে আমাদের অংশগ্রহণ এবং প্রাণীকল্যাণ নিয়ে কাজ করে এমন সংগঠন-কর্মীদের সাথে কাজ অব্যাহত থাকবে।’

উল্লেখ্য যে,জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা মানুষ ও প্রাণী উভয়ের জন্য মারাত্মক। নিয়মিত টিকা প্রদান ছাড়া এ রোগ প্রতিরোধের অন্য কোনো উপায় নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে জলাতঙ্কজনিত মানব মৃত্যুহার শূন্যে নামিয়ে আনা হবে।নিজের পোষা প্রাণীকে নিয়মিত রেবিস টিকা দিলে আপনি ও আপনার পরিবার নিরাপদ থাকবেন, আর রাস্তার প্রাণীদের টিকা দিলে পুরো সমাজ জলাতঙ্কের ঝুঁকি থেকে মুক্ত হতে পারে।

 

 

নাটোরে বিএনপি প্রার্থী দুলুকে সমর্থন দিল গণঅধিকার পরিষদ
  • ০৯ জানুয়ারি ২০২৬
তীব্র গ্যাস সংকটের কারণ জানাল তিতাস
  • ০৯ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনে ছাত্রদলের সাদমান সাম্যর চমকপ্রদ জয়
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে প্রশ্ন ফাঁ…
  • ০৯ জানুয়ারি ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২৬, আবেদন শেষ ২৫ জানুয়ারি
  • ০৯ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের ও ইসলামী আন্দোলনের প্রার…
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9