বাকৃবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ‘বাকসু ডায়ালগ’

৩১ অক্টোবর ২০২৫, ০৯:৪১ PM
বাকৃবির টিএসসির দ্বিতীয় তলায় মতবিনিময় সভা

বাকৃবির টিএসসির দ্বিতীয় তলায় মতবিনিময় সভা © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবি ও তার প্রয়োজনীয়তা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাকসু ডায়ালগ’ শীর্ষক বিশেষ মতবিনিময় অনুষ্ঠান। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী সানাউল্লাহ বলেন, ‘২৭ বছর ধরে ছাত্রদের পক্ষে প্রতিনিধিত্বমূলক কথা বলবে। এ রকম কোনো নেতৃত্ব আমরা এখন খুঁজে পাইনি। এ পদে যারা এসেছে, তারা সরকারের লেজুড়ভিত্তিক রাজনীতির মাধ্যমে এসেছে। এর সমস্যা হলো আপনি যখন ক্যাম্পাসের অন্যায় তথা সারা বাংলাদেশের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, এরপর আপনি কখনো সুরক্ষিত থাকবেন না। কারণ আপনি নিয়ন্ত্রিত আছেন ওই প্যানেলের লোক দ্বারা। এখানে ওই প্যানেলের বাইরে আপনি কিছুই বলতে পারবেন না। এসব থেকে বাঁচতে আমাদের পক্ষ থেকে বাকসুর জন্য জোরালো দাবি উঠানো উচিত।’

পশু পালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদি বলেন, ‘সেমিস্টার ফর্ম ফিলাপ ফি প্রদানের সময় আমাদের থেকে বাস কার্ড ফি, ছাত্র সংসদ ফি, ওয়াই-ফাই বিল নেওয়া হয়। কিন্তু কোনো সুবিধা আমরা কার্যকরভাবে পাচ্ছি না। আরও যতগুলো সমস্যা আছে এসব বলার জন্য এবং এ সমস্যাগুলোর সমাধান করার জন্য আমাদের কোনো লিগ্যাল প্লাটফর্ম নেই। এই লিগ্যাল প্লাটফর্ম হচ্ছে বাকসু। বাকসু কীভাবে আয়োজন করা যায় এর জন্য প্রশাসনকে কেবল স্মারকলিপি দাবি দিলে হবে না। প্রয়োজনে আমাদের কঠোর পদক্ষেপ খুব দ্রুততম সময়ের মধ্যে নিতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী জাবিন তাসনিম বলেন, ‘নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। বিভিন্ন আন্দোলন ও দাবির পরও তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না এবং অপরাধীদের বিচার প্রক্রিয়া ধীরগতির। অনেক শিক্ষার্থী ব্যক্তিগতভাবে বা দলগতভাবে হয়রানির শিকার হলেও সঠিক প্রতিনিধি না থাকায় ন্যায়বিচার পায় না, বরং আরও হয়রানির মুখে পড়ে। তাই ছাত্র সংসদ বা বাকসু থাকলে এসব সমস্যা সহজে সমাধান করা যেত, এটি অত্যন্ত প্রয়োজনীয়।’

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী ইউনূস বিন হোসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে সমাপনী বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আবু নাসের ত্বোহা। এই মতবিনিময় ছাত্রদের দাবি আদায়ের উল্লেখযোগ্য পরিবর্তন আনবে এবং আগামী বাকসু নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ সম্পন্ন করার পথ তৈরি করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

এমপিওভুক্ত হচ্ছেন কারিগরির ৬৪০ শিক্ষক
  • ১৫ জানুয়ারি ২০২৬
এবার পাবনায় তিনটি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ
  • ১৫ জানুয়ারি ২০২৬
জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে ১০ দলের শীর্ষ নেত…
  • ১৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন জামায়াতের আরও এক প্রার্থী
  • ১৫ জানুয়ারি ২০২৬
পে কমিশন থেকে পদত্যাগ করে যা বললেন অধ্যাপক মাকছুদুর রহমান
  • ১৫ জানুয়ারি ২০২৬
নাজমুল ইসলাম পদত্যাগ করেননি, দাবি আদায়ে অনড় ক্রিকেটাররা
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9