বাকসুর তফসিলসহ ৯ দফা সংস্কার দাবি বাকৃবি শিক্ষার্থীদের

২৬ আগস্ট ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ AM
উপাচার্য বরাবর স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা

উপাচার্য বরাবর স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা ক্যাম্পাসে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত ও শিক্ষার পরিবেশ উন্নয়নে বাকৃবি ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৯ দফা দাবিতে সংস্কার প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে।

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, অবিলম্বে বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে এবং কথিত সিজির ভিত্তিতে গঠিত ছাত্রসমিতি বিলুপ্ত করতে হবে। এছাড়া পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। কারিকুলাম আধুনিকীকরণ, ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুযোগ, ক্যাম্পাসে বহিরাগতদের অনিয়ন্ত্রিত চলাচল সীমিতকরণ ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। 

শিক্ষার্থীরা আরও দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেবার মানোন্নয়ন করে সেটিকে ২০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার হিসেবে কার্যকর করতে হবে। এছাড়া হল ডাইনিংয়ে মানসম্মত খাবার সরবরাহে পর্যাপ্ত ভর্তুকি প্রদান, এক্সট্রা-কারিকুলার কার্যক্রমের মানোন্নয়ন, আবাসন সংকট নিরসন ও চলমান সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবিও উত্থাপন করেন তারা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, ‘রিফর্ম বাউ, ফর স্টুডেন্ডস, ফর ফিউচার’ এ মন্ত্রে ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতেই এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ডাকসুর ভিপি-জিএসে বারবার জয়, এবার কি বামপন্থিরা ঘুরে দাঁড়াবে?

এ সময় ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রুপায়ন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা করা আমাদের প্রত্যেক শিক্ষার্থীদের মৌলিক অধিকার। সেইক্ষেত্রে দেখা যায়, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, আমরা চাই বাকসু নির্বাচনের মাধ্যমে আমাদের থেকে নেতৃত্ব তৈরি উঠে আসুক। এ ছাড়া আমরা দেখেছি বিগত দিনের মতো ছাত্রদের মতামত উপেক্ষা করে সিলেকশন পদ্ধতিতে ছাত্র সমিতি ঘোষণা করা হয়েছে। যেখানে আমরা জুলাই আন্দোলনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেখানে আমদের প্রতিটি গণতান্ত্রিক চর্চা ব্যহত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ক্যাম্পাসে মেয়েদের আবাসন সংকট নিরসন ও ক্যাম্পাসে চলমান সংস্কার কাজ দ্রুত সময়ের ভিতর শেষ করতে হবে। আমাদের ৯ দফা দাবির সাথে মাননীয় ভিসি স্যার একাত্মতা পোষণ করেছেন। আমরা বাকৃবির সকল ছাত্র একত্রিত হয়ে সকল দাবি পূরন করবো ইনশাআল্লাহ। খুব শিগগিরই  আমাদের পরবর্তী পদক্ষেপ জানানো হবে।’

এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের পক্ষ থেকে যে সংস্কার প্রস্তাবনাগুলো উত্থাপন করা হয়েছে সেগুলো সুন্দর ও মননশীল। কিছু কিছু জিনিস সংস্কারের জন্য বলছে তারা সেগুলো গুরুত্বপূর্ণ ও সুন্দর কথা বলেছে। তাদের প্রস্তাবনা গুলোর মধ্যে অনেকগুলো আমরা আংশিকভাবে সম্পন্ন করেছি বা চলমান রয়েছে। দীর্ঘদিন পরে হয়তো এই দাবিগুলো এসেছে। এক বছরের মধ্যে আমার কাছে আজই তারা প্রথম এসেছ। আমি তাদের কাগজ নিয়েছি প্রতিটা বিষয়ে কথা বলেছি। আমি বলছি যে আমাদের কর্তৃপক্ষ এবং আমরা এগুলো দেখব কোনটা, কীভাবে, কী করা যায় আমরা চেষ্টা করব। আমরা পজিটিভভাবে নিচ্ছি জিনিসগুলো।’

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর 
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে শোক বই
  • ১৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার
  • ১৫ জানুয়ারি ২০২৬
জাবির তরুণ শিক্ষার্থীদের ৮ পরামর্শ দিলেন মিজানুর রহমান আজহা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
শাকসুর দাবিতে বিকালে স্মারকলিপি, সন্ধ্যায় ছাত্রদলসহ দুই ভিপ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রযুক্তি-নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সচেতনতা জরু…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9