বাকৃবিতে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা নির্দেশনা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস  © টিডিসি

সম্প্রতি পার্শ্ববর্তী দেশগুলোয় করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর উদ্দেশ্যে সচেতনতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেছে।

আজ বৃহস্পতিবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্শ্ববর্তী দেশগুলোয় করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে অন্যান্য দেশেও এর বিস্তার ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের সচেতনতামূলক ভ্রমণ ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ অনুসরণ করতে সবাইকে অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রদত্ত সংক্রমণ প্রতিরোধে নির্দেশনাগুলো হলো
>> বারবার প্রয়োজন অনুযায়ী কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে।
>> নাক ও মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন।
>> আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে।
>> অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
>> হাঁচি-কাশির সময় বাহু, টিস্যু অথবা কাপড় ব্যবহার করে নাক-মুখ ঢেকে রাখুন।


সর্বশেষ সংবাদ