৩৫ কৃষককে সারের মাত্রা ও প্রয়োগের ওপর প্রশিক্ষণ দিল শেকৃবি
- শেকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ জুন ২০২৫, ০১:১৯ AM , আপডেট: ২০ জুন ২০২৫, ১১:২৭ PM
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বহিরাঙ্গন কার্যক্রম এর উদ্যোগে “সারের সুপারিশকৃত মাত্রা ও প্রয়োগ” শীর্ষক প্রশিক্ষণমুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) সকালে সাভার উপজেলার কৃষি অফিসে বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জমশেদ আলমের সভাপতিত্বে এই প্রশিক্ষণমূলক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্টেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. রজ্জব আলী, সাভার উপজেলা কৃষি অফিসার আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আব্দুল লতিফ বলেন, 'আপনারা কৃষি উৎপাদনের সাথে জড়িত। ফসল ফলানোর মাধ্যমে আপনারা দেশর মানুষের খাবারের যোগান দিচ্ছেন। আগেকার দিনে ধানের নাড়া, আঁখের পাতা ইত্যাদি মাটিতে পঁচিয়ে মাটির জৈবতার পরিমাণ বাড়ানো হতো কিন্তু এখন তা সম্ভব হচ্ছে না। এখন দেশের বাড়তি জনসংখ্যার খাদ্যের যোগান দিতে আপনাদেরকে সঠিক সময়ে সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে। এতে ফলন বাড়বে এবং দেশের মানুষ খেতে পারবে।'
এই প্রশিক্ষণে ৩৫ জন কৃষক অংশগ্রহণ করে। যার মধ্যে ২৫ জন কৃষক এবং ১০ জন কৃষাণী। সারের সুপারিশকৃত মাত্রা ও প্রয়োগ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেন বহিরাঙ্গন কার্যক্রম এর সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. হুমায়ন কবির, সাভার কৃষি সম্প্রসারণ অফিসার মোহায়মিনুল ইসলাম।