সিকৃবিতে ভেটেরিনারি অলিম্পিয়াডের বাছাই পর্বে বিজয়ী ‘টিম এম্বুস’

বিজয়ী টিমের সদস্যদের পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ
বিজয়ী টিমের সদস্যদের পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ  © টিডিসি ফটো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) দ্বিতীয় বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাছাই পর্বে সিকৃবির ২৬টি দলের মধ্যে বিজয়ী হয়েছে টিম এম্বুস। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বাছাই পর্বের বিজয়ী দলকে নিয়ে পরবর্তীতে অলিম্পিয়াডের মুল পর্ব অনুষ্ঠিত হবে।

শনিবার (৭ অক্টোবর) সকাল ১০টায় দ্বিতীয় বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড এর সিকৃবির বাছাই পর্বের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঁঞা।

উদ্বোধন শেষে অলিম্পিয়াডের অনলাইন ও অফলাইন পরিক্ষা অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডে ভেটেরিনারি বিষয়ক বিভিন্ন প্রশ্ন, রোগ নির্ণয় ও পোস্টার তৈরি সহ বিভিন্ন কার্যক্রমের উপর পরিক্ষা হয়। পরবর্তীতে বিকাল চারটায় বাছাই পর্বে বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়। 

সিকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে বিজয়ী দলের নাম ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জামাল উদ্দিন ভুঁঞা। তিনি অলিম্পিয়াডের সিকৃবির বাছাই পর্বে বিজয়ী দলের নাম ঘোষণা শেষে বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন। এছাড়াও অলিম্পিয়াডের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিকৃবির উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঁঞা বলেন,  এফএও'কে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। মেধা চর্চার জন্য এমন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমন অনুষ্ঠান আয়োজন করার যা তোমাদের এই ধরনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের সহায়ক হিসেবে কাজ করবে।

উপাচার্য আরও বলেন, অলাম্পিয়াডে বিজয়ী হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। অংশগ্রহণের ফলে তোমাদের যে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস তৈরি হয়েছে এটা পরবর্তীতে তোমাদের একজন স্মার্ট ভেটেনারিয়ান হিসেবে তৈরি হতে সহায়তা করবে। আমি মনে করি আজকের  ছাব্বিশটি দলের মধ্যে যদি ছাব্বিশ জনও ভেটেরিনারি সেক্টরে থাকে তবে এই সেক্টরে উন্নতি সম্ভব হবে। আমি আশা করবো তোমরা আজকে এখান থেকে যারা বিজয় হয়েছো বা হওনি তারা এখান থেকে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তোমাদের শিক্ষা জীবনে এগিয়ে যাবে।

এবারের অলিম্পিয়াডের বাছাই পর্বে ১৪টি বিশ্ববিদ্যালয়ের ৩২৭ টি দল অংশ নিয়েছে। এর মধ্যে সিকৃবি থেকে ২৬টি টিম অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। সিকৃবির বাছাই পর্বে সর্বোচ্চ ১০২.৭৫ পেয়ে বিজয়ী হয় টিম এম্বুস। বিজয়ী দলের সদস্যরা হলেন ৫ম বর্ষ থেকে নিশাত তাসনিম, ৪র্থ বর্ষ থেকে প্রমিতুষ দত্ত, ৩য় বর্ষ থেকে খাদিজাতুল কুবরা, ২য় বর্ষ থেকে ইমরান মিয়া ও ১ম বর্ষ থেকে মোঃ রাহাতুল আশিকিন। 

উল্লেখ্য, বাংলাদেশের ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) ও USAID এর সহযোগীতায় এবং ন্যাশানাল ভেটেরিনারি ডিন কাউন্সিল কর্তৃক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতবার প্রথমবারের মতো অনুষ্ঠিত এই অলিম্পিয়াডের মূলপর্বে সিকৃবির 'টিম-ফ্রগ ফাইভ' প্রথম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।


সর্বশেষ সংবাদ