কুবি ভর্তি পরীক্ষার কারণে সমাবেশের তারিখ পরিবর্তন জামায়াতের

২৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ PM
জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী © লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিকে বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত সমাবেশের তারিখ পরিবর্তন করেছেন কুমিল্লা সংসদীয় আসন–০৬-এর দশ দলীয় ঐক্যবদ্ধ জোটের মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। আজ রবিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী।

দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে অঞ্চলভিত্তিক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৩১ জানুয়ারি কুমিল্লার টাউন হলে একটি সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত ছিল। তবে ওই দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সমাবেশের তারিখ একদিন এগিয়ে আনা হয়।

এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান সোহেল বলেন, সারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণার সময়সূচি অনুযায়ী ৩১ জানুয়ারি সমাবেশ নির্ধারিত ছিল। তবে কুবির ভর্তি পরীক্ষার বিষয়টি বিবেচনায় এনে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীদের স্বার্থে সমাবেশের তারিখ পরিবর্তন করে ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমিরে জামায়াত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যেন কোনো শিক্ষার্থীর পরীক্ষায় বা যাতায়াতে কোনো ধরনের অসুবিধা না হয়। তারিখ পরিবর্তনের কারণে নারীদের জন্য পরিকল্পিত কিছু ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। একই দিনে আরও চারটি স্থানে সমাবেশে বক্তব্য দেওয়ার পর সন্ধ্যায় কুমিল্লা টাউন হলে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।

ট্যাগ: জামায়াত
ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর গাড়ির সামনে দাঁড়িপাল্লার মিছিল, জামায়াত নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
দ্বিগুণ বেতনের নতুন পে স্কেল বাস্তবায়নে যত চ্যালেঞ্জ
  • ২৫ জানুয়ারি ২০২৬
বেরোবি ভিসির বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ শিক্ষার্থীদের
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপির দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, কার্যা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
গণ বিশ্ববিদ্যালয়ে পর্দা উঠল আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার
  • ২৫ জানুয়ারি ২০২৬