কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় বরাদ্দ ও সাক্ষাৎকারের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ফলাফল প্রকাশ ও পরবর্তী করণীয় সংক্রান্ত নির্দেশনা সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমবার বিষয় বরাদ্দ দেওয়া হবে ৯ ফেব্রুয়ারি, দ্বিতীয়বার ২৩ ফেব্রুয়ারি ও তৃতীয়বার ২৩ ফেব্রুয়ারি। প্রথম পর্যায়ে সাক্ষাৎকার ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্যায়ের সাক্ষাৎকার চলবে ২৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর তৃতীয় পর্যায়ের সাক্ষাৎকার শুরু হবে ৬ মার্চ। এটি চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছুক উত্তীর্ণ সব প্রার্থীকে আগামী ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে বিস্তারিত তথ্য প্রদান ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে এবং পূরণকৃত ফরম প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে। এই সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে কোনো প্রার্থীকে বিষয়-মনোনয়ন দেওয়া যাবে না।
এতে আরও বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তান, উপজাতি/ ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী কোটায় ভর্তি হতে আগ্রহী উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী ১ ফেব্রুয়ারি, থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে ফরমটি যথাযথভাবে পূরণ করে অনুষদের অফিসে জমা দিতে হবে। কোটার আবেদনপত্রের সাথে অবশ্যই বিষয় পছন্দক্রম (Online থেকে Download করা) ফরম জমা দিতে হবে।