হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি যথাক্রমে এ, বি, সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক সময়সূচি, অনুষদ ও আবেদন সংখ্যা জেনে নিন-
‘এ’ ইউনিট (২৬ জানুয়ারি)
এই ইউনিটের মাধ্যমে কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি সংশ্লিষ্ট অনুষদের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।
এ-১ শিফট: সকাল সাড়ে ৯টা থেকে ১১টা (১০,০৯২ জন)।
এ-২ শিফট: বেলা সাড়ে ১১টা থেকে ১টা (১০,০৯২ জন)।
এ-৩ শিফট: বেলা ২টা থেকে সাড়ে ৩টা (১০,০৯১ জন)।
ইউনিটটিতে মোট সফল আবেদনকারী ৩০ হাজার ২৭৫ জন। ‘এ’ ইউনিটের বিষয় ও আসন সংখ্যা- কৃষি (অনার্স) ৩৭৫, মৎস্যবিজ্ঞান (অনার্স) ৮০ এবং ভেটেরিনারি ও প্রাণিসম্পদ বিজ্ঞান (ডিভিএম) ৮০টি।
‘বি’ ইউনিট (২৭ জানুয়ারি)
এই ইউনিটের মাধ্যমে প্রকৌশল, স্থাপত্য ও বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।
বি-১ শিফট: সকাল সাড়ে ৯টা থেকে ১১টা (৮,৮৫৪ জন)।
বি-২ শিফট: বেলা সাড়ে ১১টা থেকে ১টা (৮,৮৫৪ জন)।
বি-৩ শিফট: বেলা ২টা থেকে সাড়ে ৩টা (৮,৮৫৪ জন)।
ইউনিটটিতে সফল আবেদনকারী ২৬ হাজার ৫৬২ জন। স্থাপত্য (আর্কিটেকচার) ড্রয়িং পরীক্ষা হবে বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা। পরীক্ষার্থী ১ হাজার ২৫০ জন।
‘বি’ ইউনিটের বিষয় ও আসন সংখ্যা হলো- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ৬০, ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল ৬০, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল ৬০, খাদ্য ও প্রক্রিয়াজাত প্রকৌশল ৬০, কৃষি প্রকৌশল ৬০, সিভিল ইঞ্জিনিয়ারিং ৫০, যান্ত্রিক প্রকৌশল ৫০, স্থাপত্যবিদ্যা ৩০, রসায়ন (অনার্স) ৭৫, পদার্থবিজ্ঞান (অনার্স) ৭৫, গণিত (অনার্স) ৮০ এবং পরিসংখ্যান (অনার্স) ৮০।
‘সি’ ইউনিট (২৮ জানুয়ারি)
এই ইউনিটের মাধ্যমে ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। সময় সকাল সাড়ে ৯টা থেকে ১১টা। আবেদনকারীর সংখ্যা ব্যবসায় শিক্ষা গ্রুপ ৩ হাজার ১১৬, বিজ্ঞান ও মানবিক গ্রুপ ১৭ হাজার ৫৩৩ জন।
আরও পড়ুন: হাবিপ্রবির এক আসনের বিপরীতে লড়বেন ৫২ ভর্তিচ্ছু
ইউনিটের বিষয় ও আসন সংখ্যা- হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি ৭০, ফিন্যান্স ৭০, ব্যবস্থাপনা ৭০, মার্কেটিং ৭০, ইংরেজি (অনার্স) ৭০, অর্থনীতি (অনার্স) ৭০, সমাজবিজ্ঞান (অনার্স) ৬০ এবং উন্নয়ন অধ্যয়ন ৪০।
‘ডি’ ইউনিট (২৮ জানুয়ারি)
এই ইউনিটের মাধ্যমে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।
ডি-১ শিফট: বেলা সাড়ে ১১টা থেকে ১টা (৮,৭৬৭ জন)।
ডি-২ শিফট: বেলা ২টা থেকে সাড়ে ৩টা (৮,৭৬৬ জন)।
ডি-৩ শিফট: বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা (৯,৫৬৪ জন)।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার স্থাপত্য বাদে মোট সফল আবেদনকারী ৯৩ হাজার ১২৫ জন। আর স্থাপত্যসহ মোট সফল আবেদনকারী ৯৪ হাজার ৩৭৫ জন। বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৭৯৫টি।