জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ‘সি’ (বিজনেস স্টাডিজ অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের আবেদনের তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়সীমার মধ্যে সি ইউনিট (বিবিএ প্রথম বর্ষ) এর ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নে ইচ্ছুক শিক্ষার্থীদের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে নির্ধারিত ফিসহ আবেদন জমা দিতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
উল্লেখ্য, গত ২৬ ও ২৭ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫ জানুয়ারি এই দুই ইউনিটের ফলাফল ঘোষণা করা হয়।