চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি-২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ১৭ জন পরীক্ষার্থী।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোসাইন জানান, ‘বি-২’ উপ-ইউনিটটি আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত। এতে ২৮০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৪ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী।
এ দিন সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টায় ওএমআর শিট দেওয়া হবে এবং বেলা ১১টা ১৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ১৫ মিনিটে। এ বছর ভর্তি পরীক্ষা বহুনির্বাচনী পদ্ধতিতে (এমসিকিউ) ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এই উপ- ইউনিটে ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
এ ছাড়া আগামীকাল ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়া হবে।