চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৫২ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এছাড়া ডিন অফিস কর্তৃক এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার সাধারণ আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত ফলাফল পরীক্ষার্থীদের প্রোফাইলে লগইন করে দেখা যাবে।
ফল দেখুন এখানে
এর আগে, গত ২ জানুয়ারি একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা অঞ্চল (ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কলেজসমূহ) এবং রাজশাহী অঞ্চল (রাজশাহী বিশ্ববিদ্যালয়) কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রভিত্তিক উপস্থিতির হার অনুযায়ী— ঢাকা অঞ্চলে ৫৫ হাজার ৫৫০ জন চূড়ান্ত আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ৪৯ হাজার ৮১১ জন (৮৯ দশমিক ৬৬ শতাংশ)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৯ হাজার ৩৪৬ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৮ হাজার ৫৬ জন (৯৩ দশমিক ৩৩ শতাংশ)। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৭৯৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১১ হাজার ৫৩১ জন (৯০ দশমিক ১০ শতাংশ)।
‘এ’ ইউনিটের অধীন রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। চার অনুষদে মোট সাধারণ আসন ১ হাজার ৯৩টি।
উল্লেখ্য, এ বছর চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিট মিলিয়ে ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে পরীক্ষা হচ্ছে। এর বাইরে ৫৬৮ আসন কোটা হিসেবে বরাদ্দ রয়েছে। এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য পোষ্য কোটা থাকছে না। সেই সঙ্গে এ বছর ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ যুক্ত হবে না। আগের তুলনায় ভর্তিতে কমানো হয়েছে প্রায় ২০ শতাংশ আসন সংখ্যা। এ ছাড়া এ বছর ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ যুক্ত হবে না।