জাবিতে ‘সি১’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে ‘সি১’ ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ৯ টায় নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগভুক্ত 'সি১' ইউনিটের  ভর্তি পরীক্ষা শুরু হয়েছে

আজ ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে মোট পাঁচটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে ‘সি১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরের চারটি শিফটে ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এ বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। এই ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২০ জন শিক্ষার্থী। ফলে এই ইউনিটে প্রতিটি আসনের জন্য লড়বেন ২২৭ জন ভর্তিচ্ছু।  

এছাড়াও নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে ৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আসনপ্রতি লড়বেন ৫৮ জন ভর্তিচ্ছু। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!