অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়
ভর্তি পরীক্ষার জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ, দেখুন এখানে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ PM
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে ‘ভর্তি পরীক্ষা ২০২৫’- এ অংশগ্রহণের জন্য আবেদনের প্রেক্ষিতে প্রাথমিকভাবে যোগ্য শিক্ষার্থীদের নামীয় তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (এয়ার কমডোর) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক শ্রেণিতে প্রাথমিকভাবে যোগ্য শিক্ষার্থীদের নামীয় তালিকা সংলগ্নী-‘ক’ ও স্নাতকোত্তর শ্রেণির প্রার্থীদের তালিকা সংলগ্নী-‘খ’ আকারে প্রকাশ করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রার্থীরা আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএএফ শাহীন কলেজ, ঢাকা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, লালমনিরহাটে একযোগে অনুষ্ঠিত হবে।
প্রাথমিকভাবে যোগ্য শিক্ষার্থীদের নামীয় তালিকা দেখুন এখানে