চুয়েটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খুঁটিনাটি

০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ PM
চুয়েট ক্যাম্পাস

চুয়েট ক্যাম্পাস © ফাইল ছবি

প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে দ্বিতীয়বারের মতো স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নিচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আগামী ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৭ জানুয়ারি সকালে বহুনির্বাচনী পরীক্ষা হবে। একই দিন বেলা পৌনে একটা থেকে অঙ্কন অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারি পরীক্ষার ফল প্রকাশ হবে। ১৫ ডিসেম্বর থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ৩১ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

আবেদনের যোগ্যতা
চুয়েটে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। প্রার্থীকে অবশ্যই ২০২২ অথবা ২০২৩ সালে মাধ্যমিক এবং ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া প্রার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪ ও ইংরেজি বিষয়ে কমপক্ষে বি গ্রেড পেতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে

ইংরেজি ভার্সন, বিদেশি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রেও যোগ্যতা একই। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪ পেতে হবে।

আবেদন করার পদ্ধতি
ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissioncuet.ac.bd) দেওয়া নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি (সার্ভিস চার্জ বাদে) প্রদান করে আবেদন সাবমিট করতে হবে।

দুটি গ্রুপে ভর্তি পরীক্ষা
গত বছরের মতো এবারও দুটি গ্রুপে পরীক্ষা হবে। একটি গ্রুপে রয়েছে প্রকৌশলের সব বিভাগ আর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। আরেকটি গ্রুপে এসব বিভাগের পাশাপাশি স্থাপত্য বিভাগ রয়েছে।

ভর্তি নির্দেশিকা দেখুন এখানে

প্রথম গ্রুপে আবেদন করতে ১ হাজার ২০০ ও দ্বিতীয় গ্রুপে আবেদন করতে ১ হাজার ৪০০ টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষার জন্য বাছাইয়ে যেসব শিক্ষার্থী বাদ পরবেন, তাদের আবেদন ফি ফেরত দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এবারও আসন ৯৩১টি 
গত বছরের মতো এ বছরও ১২টি বিভাগে ৯৩১টি আসনের বিপরীতে পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষায় বসার সুযোগ পাবেন ১৬ হাজার শিক্ষার্থী। নির্দিষ্ট সময়ে আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে যাঁরা ফলাফলে এগিয়ে থাকবেন, তারাই সুযোগ পাবেন। যদি একই ফলাফলের একাধিক শিক্ষার্থী থাকেন, তাহলে যে শিক্ষার্থী পর্যায়ক্রমে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিতে নম্বর বেশি পাবেন, তাকে প্রাধান্য দেওয়া হবে।

বিদেশি শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া
ভর্তিচ্ছু বিদেশি শিক্ষার্থীদের চুয়েট কর্তৃক প্রণীত নীতিমালা, তথ্যাদি এবং নির্দেশিকা ওয়েবসাইটে (www.cuet.ac.bd/fsc) পাওয়া যাবে। নির্দেশিকা অনুসরণপূর্বক আবেদন করতে হবে। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনপত্রসমূহ ১৫ এপ্রিলের মধ্যে চুয়েটে পৌঁছাতে হবে।

ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9