বুয়েটের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ হবে অ্যাকাডেমিক কাউন্সিলে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এইচএসসির ফল প্রকাশের পরপরই অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সময়সূচি চূড়ান্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

আজ বুধবার (১ অক্টোবর) অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি পরীক্ষা নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। এইচএসসির ফল প্রকাশের পর অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। আমার বা উপাচার্যেরও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গত বছরের তুলনায় অন্তত দুই মাস এগিয়ে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন এবং রমজানের কারণে চলতি বছরই এ কার্যক্রম শেষ করতে চান সংশ্লিষ্টরা। সেক্ষেত্রে চলতি মাসের শেষ সপ্তাহে ভর্তি আবেদন শুরু হতে পারে।

একই কারণে মেডিকেল, রাজশাহী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষাও এগিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সেক্ষেত্রে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের গুলোর ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে সম্পন্ন হতে পারে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হবে। রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘উত্তরপত্র দেখার কাজ চলছে। আশা করছি, ১৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব।’

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হবে কবে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্টরা বলছেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই ভর্তির কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ। ফল পাওয়ার এক সপ্তাহের মধ্যেই আবেদন শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে ১৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করলে এ মাসের শেষ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দুই শিক্ষক জানিয়েছেন, আগামী ৭ অথবা ১২ অক্টোবর অনুষ্ঠেয় কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকে পরীক্ষার তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। আর এইচএসসির ফলাফল প্রকাশের পর আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার ভর্তি পরীক্ষা দুই মাস এগিয়ে এলে করোনাভাইরাসের সংক্রমণ ও জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আগের স্বাভাবিক সময়সূচিতে ফিরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।


সর্বশেষ সংবাদ