জাবির ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হতে পারে ৭ অক্টোবর

কেন্দ্রীয় শহীদ মিনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় শহীদ মিনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের কারণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় এগিয়ে আসতে পারে। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার ইঙ্গিত পাওয়া গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আলী রেজা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী মাসের ৭ তারিখ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির মিটিং রয়েছে। সেখানে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।

জানা যায়, এ বছরের ৯ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা গত বছরের তুলনায় অন্তত দুই মাস এগিয়ে আসছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের কারণে চলতি বছরই এ কার্যক্রম শেষ করতে চায় কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ