ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৬০০৭

২২ আগস্ট ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৯:৫৮ AM
ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় © টিডিসি

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। মোট আবেদন করেছিলেন ২৪ হাজার ৯৪ ভর্তিচ্ছু শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ১৮ হাজার ৮৭ জন, অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৭ জন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের দেওয়া তথ্যমতে, ঢাকা কলেজে ৪ হাজার ২৮৮ সিটের বিপরীতে উপস্থিত ছিলেন ৩ হাজার ২৩৫ জন, অনুপস্থিত ১ হাজার ৫৩ জন। ইডেন মহিলা কলেজে ৩ হাজার ২০৫ সিটে উপস্থিত ছিলেন ২ হাজার ৩৬১ জন, অনুপস্থিত ৮৪৪ জন। এ ছাড়া সরকারি তিতুমীর কলেজে ৪ হাজার সিটে উপস্থিত ছিলেন ২ হাজার ৯১৮ জন, অনুপস্থিত ১ হাজার ৮২ জন। সরকারি বাঙলা কলেজে ৪ হাজার ৬৯৮ সিটে উপস্থিত ছিলেন ৩ হাজার ৪৫২ জন, অনুপস্থিত ১ হাজার ২৪৬ জন।

অন্যদিকে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ২ হাজার ৫০০ সিটে উপস্থিত ছিলেন ১ হাজার ৮৬০ জন, অনুপস্থিত ৬৪০ জন। শহীদ সোহরাওয়ার্দী কলেজে ১ হাজার ৭০০ সিটে উপস্থিত ছিলেন ১ হাজার ২৪১ জন, অনুপস্থিত ৪৫৯ জন। কবি নজরুল সরকারি কলেজে ২ হাজার ৫০০ সিটে উপস্থিত ছিলেন ১ হাজার ৮১৭ জন, অনুপস্থিত ৬৮৩ জন।

আরও পড়ুন: আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে চাকসুর তফসিল, নির্বাচন সেপ্টেম্বরে

এই ইউনিটে মোট আসন সংখ্যা ছিল ৪ হাজার ৪৯৮টি। সেই হিসাবে আসনপ্রতি লড়াই করেছেন গড়ে ৫ দশমিক ৩৬ জন পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে।

পরীক্ষাটি এমসিকিউ-ভিত্তিক ১০০ নম্বরের ওপর নেয়া হয়। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। বাংলা ও ইংরেজি বিষয়ের জন্য ৫০ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হয়। পাশাপাশি মেধাতালিকা তৈরির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের জন্য অতিরিক্ত ২০ নম্বর যোগ হবে।

সার্বিক তত্ত্বাবধানের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনের পাশাপাশি ইউজিসি টিম ভর্তি কেন্দ্রগুলো পরিদর্শন করে। প্রশাসন জানিয়েছে, সাত কলেজের মধ্যে কোথাও উল্লেখযোগ্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটেনি।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে এই সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলন করলে সরকার অধিভুক্তি বাতিল করে সাত কলেজকে নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেয়।

আগামীকাল (২৩ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান অনুষদ এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9