ঢাবির প্রযুক্তি ইউনিটে বিষয় ও প্রতিষ্ঠান মনোনয়প্রাপ্তদের নিশ্চায়ন কালকের মধ্যে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে বিষয় ও প্রতিষ্ঠান মনোনয়ন প্রকাশ করা হয়েছে। এতে বিষয় পাওয়া শিক্ষার্থীদের আগামীকাল রবিবারের (২৭ জুলাই) মধ্যে অনলাইনে ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটে ভর্তির লক্ষ্যে দ্বিতীয় ধাপে (প্রথম মাইগ্রেশন) বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা লগইন করে তাদের মনোনীত বিষয় দেখতে পারবে।

মনোনীত বিষয়ে ভর্তি হতে আগ্রহী হলে প্রার্থীকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন ফি বাবদ অফেরতযোগ্য ৩ হাজার টাকা এবং অটোমাইগ্রেশণ না চাইলে ৫০ টাকা অনলাইনের মাধ্যমে ২৭ জুলাইয়ের মধ্যে পরিশোধ করতে হবে। 

আরও পড়ুন: সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ আজ

বিস্তারিত জানতে প্রযুক্তি ইউনিটের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ অফিস কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে। প্রার্থীদের আবেদন সংক্রান্ত এসআইএফ কোড প্রার্থীদের আবেদন সংশ্লিষ্ট ইমেইলে পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের সময় দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ