হাবিপ্রবির শূন্য আসনে মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত ভর্তি আজ

০২ জুলাই ২০২৫, ০৯:৫৬ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৭:৪০ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৪র্থ ধাপে বিষয়প্রাপ্ত রিপোর্টিং করা প্রার্থীদের স্নাতক শ্রেণিতে চূড়ান্ত ভর্তি আজ বুধবার (২ জুলাই) নেওয়া হবে। শূন্য আসনের বিপরীতে ভর্তিচ্ছুরা ভর্তি হতে পারবেন তারা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত রবিবার (২৯ জুন) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ২৩টি ডিগ্রির জন্য ২০২৫ শিক্ষাবর্ষের ৩য় মেধাতালিকা হতে ভর্তির জন্য নির্বাচিত কিছুসংখ্যক প্রার্থী ভর্তি না হওয়ায় ও ভর্তি বাতিলের ফলে শূন্য আসন সমূহে ২৩ জুন রিপোর্টিংকারীদের মধ্য থেকে যারা ৩য় মেধাতালিকায় ভর্তির জন্য বিবেচিত হননি, তাদের মেধাক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। 

এখানে উল্লেখ্য যে, মোট ফাঁকা আসনের তুলনায় ২৩ জুন রিপোর্টিংকারীদের মধ্য থেকে ভর্তির জন্য নির্বাচিত না হওয়া প্রার্থীর সংখ্যা বেশি থাকায়, নতুন করে কাউকে রিপোর্টিংয়ের জন্য ডাকা হয়নি। যে সব প্রার্থী ২৩ জুন রিপোর্টিং করেছিল, কিন্তু ৩য় ধাপের ভর্তির জন্য বিবেচিত হননি সেসব প্রার্থী ওয়েবসাইটে (https:www.admission.hstu.ac.bd) আবেদনের সময় প্রাপ্ত Applicant ID ও Password দিয়ে লগইন পূর্বক প্রবেশ করে কোন বিষয়ে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন কি না তা দেখতে পারবেন। 

এ ছাড়াও ৩য় ধাপ পর্যন্ত ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের পছন্দক্রমানুযায়ী নতুন কোন বিষয়ে তাদের মাইগ্রেশন হয়েছে, সেটি দেখতে পারবেন। উক্ত মেধাতালিকায় বিষয় প্রাপ্তদের আজ বুধবার (২ জুলাই) চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র
১ এস.এস.সি. পাশের মূল সনদপত্র ও এইচ.এস.সি. পাশের মূল সনদপত্র (যদি থাকে)।

২. সর্বশেষ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের মূলকপি।

৩. এস.এস.সি. ও এইচ.এস.সি.-এর মূল ট্রান্সক্রিপ্ট।

৪. পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ৪ কপি, স্ট্যাম্প সাইজের ছবি ২ কপি। ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।

৫. কক্ষ পরিদর্শকের স্বাক্ষরসহ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র সাথে আনতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে। এছাড়াও এইচ.এস.সি-এর মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য সাথে আনতে হবে।

ভর্তি প্রক্রিয়া
বিষয়প্রাপ্তদের ২ জুলাই সকাল ১০টা হতে বিকেল ৪টার মধ্যে প্রার্থীকে স্বশরীরে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ওয়েবসাইটে (https:www.admission.hstu.ac.bd) আবেদনের সময় প্রাপ্ত Applicant ID ও Password দিয়ে লগইন পূর্বক প্রবেশ করে নির্ধারিত ভর্তি ফি জমাদান সাপেক্ষে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। ভর্তি ফরম আগামী ১ জুলাই রাত ৯টার পর হতে পূরণ করা যাবে। ভর্তির আবেদন ফরম পূরণ শেষে অবশ্যই রঙ্গিন প্রিন্ট করতে হবে।

উল্লেখিত ফরমের প্রিন্টেড কপি শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট ডিন অফিসে ২ জুলাই বিওকল ৪টার মধ্যে জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে ভর্তি না হলে শিক্ষার্থীর আসনটি ফাঁকা বলে গণ্য হবে। ভর্তির ধাপসমূহ ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

আরও পড়ুন: হাবিপ্রবির ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

ভর্তি ফি ও ফি প্রদান প্রক্রিয়া
১. মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদ-এর মাধ্যমে ভর্তি ফি বাবদ সর্বমোট ১৫ হাজার ৯১৫ টাকা মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জসহ জমা দিতে হবে। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd/admission ) - এ পাওয়া যাবে।

২. উল্লেখিত মোবাইল ব্যাংকিং ব্যতিরেকে শিক্ষার্থীরা রূপালী ব্যাংক এর যে কোন শাখায় সশরীরে হিসাব নম্বরে সর্বমোট ১৫ হাজার ৯১৫ টাকা জমা দিয়ে ভর্তি ফরম ডাউনলোড করতে পারবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি ফি জমাদানের ব্যাংক রশিদ বিশ্ববিদ্যালয়ের আইটি সেল কর্তৃক যাচাই করে নিতে হবে।

সতর্কীকরণ
ভর্তির আবেদন সংক্রান্ত কোন তথ্য মিথ্যা, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। ভর্তির পর আবেদনপত্রে কোন ভুল/মিথ্যা ধরা পড়লেও ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর ভর্তি বাতিল হবে এবং মিথ্যা তথ্য প্রদানের বিষয়ে প্রমাণিত হলে শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

চূড়ান্ত প্লে-অফের লাইন-আপ, দেখে নিন কবে কার ম্যাচ 
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিপিএলে আসছেন ফিল সল্ট? খোলাসা করল সিলেট টাইটান্স
  • ১৮ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী হত্যায় বিএনপির ৬৩ নেতাক…
  • ১৮ জানুয়ারি ২০২৬
অবশেষে শোকজের জবাব দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল
  • ১৮ জানুয়ারি ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা, সেই চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9