কৃষি গুচ্ছে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্নের সময় শেষ কাল

১১ জুন ২০২৫, ০৮:৪০ AM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৯:৩৩ AM
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

কৃষিবিজ্ঞান ও সংশ্লিষ্ট ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার (কৃষি গুচ্ছ) পরবর্তী ধাপের সময়সূচি ঘোষণা করা হয়েছে। এতে অটোমাইগ্রেশন, প্রাপ্ত বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ, ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা এবং ভর্তি সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। সে অনুযায়ী, ১২ জুনের মধ্যে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

গত ৩ জুন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন সই এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি  জানানো হয়, চতুর্থ অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ভিত্তিক ফলাফল ৫ জুন প্রকাশ করা হয়েছে। 

চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের ৬ জুন থেকে ১২ জুনের মধ্যে অনলাইনে ভর্তি ফি-এর প্রথম অংশ বাবদ অফেরতযোগ্য ১০ হাজার টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। পরে চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে প্রাথমিক ভর্তি সম্পন্নকারী প্রার্থীদের আগামী ১৮ জুন তাদের প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হতে হবে। 

সেখানে প্রযোজ্য ভর্তি ফি-এর সাথে পূর্বে জমাকৃত অফেরতযোগ্য ১০ হাজার টাকা সমন্বয় করে এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ভর্তি বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন: জাতীয় নির্বাচনের ডামাডোলে পরীক্ষায় বসবে ২০ লাখ এসএসসি শিক্ষার্থী?

চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির কার্যক্রম চূড়ান্ত করার পরও যদি আসন শূন্য থাকে, তবে অটোমাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের বিপরীতে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনের তিনগুণ ছাত্র-ছাত্রীর পঞ্চম অপেক্ষমাণ তালিকার ফলাফল আগামী ২০ জুন প্রকাশ করা হবে।

পঞ্চম অপেক্ষমাণ তালিকায় প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের আগামী ২২ জুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বুথে সশরীরে উপস্থিত হয়ে মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ভর্তির জন্য নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর তারিখ স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে ঘোষণা করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে ২৬মে থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের শিক্ষাবর্ষের চুড়ান্ত ভর্তি কার্যক্রম গত ২৮ মে শেষ হয়েছে। বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে মাজারে বিএনপির শ্রদ্ধা নিবে…
  • ১৯ জানুয়ারি ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে ঢাকা কলেজের সামনে অধ্যাদেশ ম…
  • ১৯ জানুয়ারি ২০২৬
দুটি পে স্কেল হওয়ার কথা থাকলেও একটিও হয়নি, যে হুশিয়ারি দিলে…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চার সন্তানের তিনজনই বিসিএস ক্যাডার—শ্রেষ্ঠ মা তিনি হবেন না …
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, কর্মস্থল ঢা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১৮, জরুরি অবস্থা জারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9