জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। আজ শনিবার (৩১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪ জেলা শহরে ৮৭৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে আবেদন করেছিলেন সাড়ে ৫ লাখেরও বেশি শিক্ষার্থী। সরেজমিনে দেশের বিভিন্ন জেলা ঘুরে দেখা গেছে, নিদিষ্ট সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্র প্রবেশ করছেন। এসময় প্রবেশমুখে তাদের তল্লাশি করা হয়েছে।
জানা গেছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে। আট বছর পর তাতে ফের পরিবর্তন আনা হল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা এক যোগে দেশের ৬৪ জেলায় সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রশ্ন দেখুন এখানে
বানিজ্য ইউনিট




বিজ্ঞান ইউনিট




মানবিক বিভাগ



