বাকৃবিতে স্নাতকে ভর্তি কার্যক্রম শুরু সোমবার, যা করতে হবে

২৫ মে ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ১২:২৯ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ভর্তির কার্যক্রম আগামীকাল ২৬ মে (সোমবার) থেকে শুরু হচ্ছে। ভর্তি চলবে ২৬, ২৭ ও ২৮ মে। এই তিন দিনের যেকোনো দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।

ভর্তি-সংক্রান্ত বিষয়টি গত ১৯ মে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে জানানো হয়, ভর্তির জন্য সশরীরে উপস্থিত হওয়ার আগে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://bau.edu.bd/ug_admission) এ প্রবেশ করে পিন নম্বর ও রোল নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য প্রদান করে JPG ফরম্যাটে স্বাক্ষর আপলোড করতে হবে। এই কাজ সম্পন্ন হলে ভর্তি ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, মেডিকেল ফর্ম ও পে-স্লিপ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে, যেগুলো ‘এ ফোর’ সাইজের অফসেট কাগজে প্রিন্ট করে ভর্তি দিনে সঙ্গে আনতে হবে।

ভর্তি কার্যক্রমে অংশ নিতে হলে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং করে রিপোর্ট জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এরপর শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মেডিকেল ফর্মে স্বাক্ষর নিতে হবে।

আরও পড়ুন : ববির নবনিযুক্ত উপাচার্যের কাছে শিক্ষার্থীদের ৮২ দাবি

এরপর শিক্ষার্থীদের নিজ নিজ অনুষদের ডিন ও ইনস্টিটিউট পরিচালকের কাছে গিয়ে মূল সনদ ও ট্রান্সক্রিপ্ট দেখিয়ে ভর্তি ফর্মে স্বাক্ষর নিতে হবে। টিএসসি কনফারেন্স হলে লটারির মাধ্যমে হল বণ্টন করা হবে এবং সেখানেই প্রক্টরের স্বাক্ষর নিতে হবে।

তারপর শিক্ষাবিষয়ক শাখা কর্তৃক মূল কাগজপত্র গ্রহণের পর রেজিস্ট্রার ভর্তি ফরমে সই করবেন বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে। পরে একই স্থানে ডাউনলোড করা পে-স্লিপ গ্রহণ করে তার অর্ধেক অংশ ফেরত দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পূবালী ব্যাংক থেকে ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্ট খোলার ফরম সরবরাহ করা হবে এবং তা সংগ্রহ করে সঞ্চয়ী হিসাব খোলার ব্যবস্থা নিতে হবে।

ভর্তির সময় প্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। ভর্তি ফরমে ডিন, প্রক্টর ও প্রভোস্টের সই নিতে হবে। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে স্থাপিত অনুষদভিত্তিক নির্ধারিত বুথে ভর্তি ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল প্রশংসাপত্র এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিয়ে রেজিস্ট্রারের সই নিতে হবে।

আরও পড়ুন : রাবির দুই ইউনিটে ভর্তির বিষয় পছন্দক্রম শুরু সোমবার, জেনে নিন খুঁটিনাটি

সংরক্ষিত আসনের আওতায় মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের মা-বাবার অনুকূলে সরকার কর্তৃক প্রদত্ত স্বীকৃত মুক্তিযোদ্ধা সনদ ভর্তির সময় প্রদর্শন এবং তার সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতি কোটার প্রার্থীদের নিজ নিজ জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত জেলার স্থায়ী বাসিন্দা সম্পর্কিত প্রত্যয়নপত্রের মূল কপি জমা দিতে হবে। প্রতিবন্ধী কোটার প্রার্থীদের প্রতিবন্ধিতা-সংক্রান্ত প্রমাণপত্রের ফটোকপি জমা দিতে হবে।

পূবালী ব্যাংক, বিশ্ববিদ্যালয় চত্বর শাখায় সঞ্চয়ী হিসাব খোলার জন্য প্রার্থীর দুই কপি এবং নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রার্থীর ও নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকলে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও জন্মসনদের ফটোকপি জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তি ও আনুষঙ্গিক ফি বাবদ মোট ৬ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। যেহেতু প্রার্থীরা ইতোমধ্যে অনলাইনে ১০ হাজার টাকা পরিশোধ করেছেন, তাই তাদের পুনরায় কোনো নগদ অর্থ দিতে হবে না। অনলাইনে জমা দেওয়া অর্থ থেকে নির্ধারিত ফি কেটে রেখে অবশিষ্ট টাকা শিক্ষার্থীদের পূবালী ব্যাংকে খোলা অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9