গুচ্ছের ফল পুনর্মূল্যায়ন ও সাবজেক্ট চয়েজ সম্পর্কে যা জানা গেল
- মাভাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ মে ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ১২:১০ PM
জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জানা যায়, তিন ইউনিটের ফলাফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করে ৩৫১ জন শিক্ষার্থী। ইতোমধ্যে প্রত্যেকটি ওএমআর পুনর্মূল্যায়নের কাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছের আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
পুনর্মূল্যায়ন ও ভর্তি কার্যক্রমের ব্যাপারে গুচ্ছের আহ্বায়ক জানান, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল পুনরায় যাচাই-বাছাই করা হয়েছে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে। আমরা প্রত্যেকটি ওএমআর শিট ম্যানুয়ালি পরীক্ষা করেছি। পুনর্মূল্যায়নের পরও কোনো ভুলভ্রান্তি পাওয়া যায়নি। ফলাফল সঠিকভাবেই প্রকাশিত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরবর্তী সাবজেক্ট চয়েজ বিষয়ে আমরা মিটিং করেছি এবং কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি, খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয় শীঘ্রই ঈদের বন্ধে চলে যাবে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে প্রশাসনিক কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। এ বিষয়টি মাথায় রেখে আমরা আলোচনা করছি এবং পরবর্তীতে মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ও ফলাফল প্রকাশের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।