হাবিপ্রবির প্রথম মেধাতালিকায় চূড়ান্ত ভর্তি ২১-২২ মে, ফি ১৫ হাজার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম মেধাতালিকা হতে স্নাতক শ্রেণিতে চূড়ান্ত ভর্তি নেওয়া হবে আগামী ২১ ও ২২ মে। এর আগে ১৯ মে’র মধ্যে এ তালিকা প্রকাশ করা হবে। প্রথমবর্ষে ভর্তি হতে শিক্ষার্থীদের গুনতে হবে ১৫ হাজার ৯১৫ টাকা। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ২৩টি ডিগ্রির জন্য ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের শিফটভিত্তিক মেধাতালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়ভিত্তিক ফলাফল আগামী ১৯ মে’র মধ্যে প্রকাশ করা হবে। উক্ত মেধাতালিকায় বিষয়প্রাপ্তদের আগামী ২১ ও ২২ মে তারিখে নির্দিষ্ট ধাপ অনুসরণ করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে বলা হলো। এবার ১ হাজার ৭৯৫টি আসনে ভর্তি নেওয়া হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
১. এসএসসি ও এইচএসসি পাসের মূল সনদপত্র।

২.সর্বশেষ অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্রের মূলকপি।

৩.এসএসসি ও এইচএসসি-এর মূল ট্রান্সক্রিপ্ট।

৪.পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি চার কপি ও স্ট্যাম্প সাইজের দুই কপি। ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে।

৫.কক্ষ পরিদর্শকের স্বাক্ষরসহ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং ফটোকপি জমা দিতে হবে। এছাড়াও এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শনের জন্য সাথে আনতে হবে।

ভর্তি প্রক্রিয়া
আগামী ১৯ মে’র মধ্যে প্রকাশিত তালিকায় বিষয়প্রাপ্তদের ২১ ও ২২ মে সকাল ১০টা হতে বিকেল ৪টার মধ্যে প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ওয়েবসাইট (https:www.admission.hstu.ac.bd)-এ আবেদনের সময় প্রাপ্ত Applicant ID ও Password দিয়ে লগইন পূর্বক প্রবেশ করে নির্ধারিত ভর্তি ফি জমাদান সাপেক্ষে অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। 

আরও পড়ুন: কৃষি গুচ্ছের ১২৭ আসন শূন্য, অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ

ভর্তি ফরম আগামী ২০ মে সন্ধ্যা ৭টার পর হতে পূরণ করা যাবে। ভর্তির আবেদন ফরম পূরণ শেষে অবশ্যই রঙ্গিন প্রিন্ট করতে হবে। উল্লেখিত ফরমের প্রিন্টেড কপি শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট ডিন অফিসে আগামী ২২ মে বিকেহল ৪টার মধ্যে জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে ভর্তি না হলে শিক্ষার্থীর আসনটি ফাঁকা বলে গণ্য হবে। ভর্তির ধাপসমূহ পরবর্তীতে জানানো হবে।

ভর্তি ফি ও ফি প্রদান প্রক্রিয়া
মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদেরকে মোবাইল ব্যাংকিং সিস্টেম নগগের মাধ্যমে ভর্তি ফি বাবদ ১৫ হাজার ৯১৫ টাকা সার্ভিস চার্জসহ জমা দিতে হবে। ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd/admission) এ পাওয়া যাবে। শিক্ষার্থীরা রূপালী ব্যাংকের যে কোন শাখায় সশরীরে টাকা জমা দিয়ে ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি ফি জমাদানের ব্যাংক রশিদ বিশ্ববিদ্যালয়ের আইটি সেল কর্তৃক যাচাই করে নিতে হবে।

ভর্তির আবেদন সংক্রান্ত কোন তথ্য মিথ্যা, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। ভর্তির পর আবেদনপত্রে কোন ভুল বা মিথ্যা ধরা পড়লেও ভর্তিকৃত ছাত্র-ছাত্রীর ভর্তি বাতিল হবে। মিথ্যা তথ্য প্রদানের বিষয়ে প্রমাণিত হলে শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!