শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফলে অসঙ্গতি, এক পেজেই ভুল ১১ জনের রেজাল্ট

শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফলে অসঙ্গতি
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফলে অসঙ্গতি  © টিডিসি সম্পাদিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়। এই ফলাফল প্রস্তুত ও প্রকাশিত ফলে নানারকম অসঙ্গতি দেখা গেছে বলে অভিযোগ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, একেকজনের ফলাফল কয়েকবার করে প্রকাশিত হয়েছে। এমনকি প্রকাশিত ফলাফলে এক পেজের পিডিএফে ১১ জনের রেজাল্টে সমস্যা রয়েছে। কারও ভর্তি পরীক্ষার ফলাফল তিনবারও এসেছে। এসব ফলাফলে চরম অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ধারণা, প্রকাশিত ফলাফলে এরকম অসঙ্গতি একাধিক থাকতে পারে। এর আগে ফলাফল প্রস্তুতে উচ্চমাধ্যমিকের ফল নিয়েও অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। এমনকি ফলপ্রকাশের আগে ওয়েবসাইটে তথ্য ভুল প্রদর্শন করছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে ভর্তি পরীক্ষায় প্রকৃত নম্বর পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাছাড়াও এসব তথ্যের ভুলের কারণে অনেকের নম্বর কম বা বেশি হওয়ার আশঙ্কা করছেন তারা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির কর্তৃপক্ষ বলছে, রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি টেলিটক তথ্য আপডেট করেনি বলে সংশোধন হয়নি। এতে ফলাফল প্রস্তুতে তেমন অসঙ্গতি দেখা দিয়েছে।

ফলাফল প্রস্তুতে অসঙ্গতি প্রসঙ্গে ময়মনসিংহ বোর্ডের মাহবুবা নামের এক ভর্তিচ্ছু বলেন, আমি গত ২৮ ফেব্রুয়ারি শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। কিন্তু আবেদনের পর আমার অ্যাকাডেমিক বিভিন্ন তথ্য ভুলভাবে প্রদর্শিত হয়েছে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে।

‘‘আমার মাধ্যমিকের প্রকৃত জিপিএ-৪.৮৯। অথচ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জিপিএ দেখাচ্ছে জিপিএ-৩.৭৫। একইসাথে আমার মাধ্যমিকের বোর্ড ময়মনসিংহ। কিন্তু ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে দেখাচ্ছে মাদ্রাসা বোর্ড।’’

তিনি বলেন, আবেদনের পর থেকে আজ সকাল বেলা পর্যন্ত ওয়েবসাইট চেক করলে এমন ভুল তথ্য প্রদর্শন করেছিল। এমনকি দুপুর দিকে ওয়েবসাইট ডাউন দেখাচ্ছিল। বারবার চেক করার চেষ্টা করলে ওয়েবসাইটে তথ্য প্রদর্শিত না হয়ে প্রোগ্রামিং কোড প্রদর্শন করছিল। 

হেল্পলাইনে কল দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি রেজাল্ট ও বোর্ডের সমস্যা নিয়ে ভর্তি পরীক্ষার আগে ও পরে ওয়েবসাইটের হটলাইনে বেশ কয়েকবার কল দিলেও কর্তৃপক্ষের সাড়া পাইনি।

তিনি আরও বলেন, যদি হটলাইনে সহযোগিতাই নাই পেয়ে থাকি, তাহলে হটলাইন কেন দেওয়া হলো বুঝি না।

এদিকে, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার ৮০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জিপিএর উপর ২০ নাম্বার গণনা করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার্থীর জিপিএ ভুল দেখায়, তাহলে নিয়মানুযায়ী জিপিএর উপরও বরাদ্দকৃত ২০ নম্বরের মধ্যে পরীক্ষার্থীরা যথাযথ নাম্বার পাওয়ার থেকে বঞ্চিত হবে বলে অভিযোগ করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান অধ্যাপক মো. মাসুম বলেন, টেলিটক আমাদের যে ডেটা দিচ্ছে, সেটাই আমাদের সাইটে দেখাচ্ছে। তবে আজকে রেজাল্ট প্রকাশের দিন সব টেকনিক্যাল সমাধান হয়েছে। এতে শিক্ষার্থীদের রেজাল্ট পেতে সমস্যা হবে না।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক বদিউজ্জামান ফারুক বলেন, এ বিষয়ে আমি খুব একটা জড়িত নই। এসব বিষয়ে ভর্তি পরীক্ষার সদস্য সচিব ভালো বলতে পারবে।

এ বিষয়ে জানতে ভর্তি পরীক্ষার সদস্য সচিব অধ্যাপক ড. রফিকুল ইসলামকে ফোন দিলে তিনি ফোন কেটে দেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence