জাবির ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে ত্রুটি, ৮০টির জায়গায় প্রশ্ন ৭৮টি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)  © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি প্রকাশ পেয়েছে। গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির এমসিকিউ পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকার কথা ছিল, তবে কিছু প্রশ্নপত্রে মোট ৭৮টি প্রশ্ন ছিল এবং কিছু প্রশ্নে একে অপরের অপশন দু’বার করে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, খুব কম সংখ্যক প্রশ্নপত্রে এই ত্রুটিগুলি দেখা গেছে এবং এসব শনাক্ত করার পর তা দ্রুত সংশোধন করা হয়েছে।

আজ ১২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা শেষে এই ত্রুটির বিষয়ে পরীক্ষার্থী এবং হল পরিদর্শকরা জানান, তৃতীয় শিফটের গ্রিন ও ইয়েলো সেটের প্রশ্নপত্রে এমন সমস্যা দেখা গেছে। গ্রিন সেটের ৮০টি প্রশ্নের জায়গায় ৭৮টি প্রশ্ন ছাপানো হয়েছে এবং দুটি প্রশ্নের অপশন থাকলেও প্রশ্নগুলো ছিল না। ইয়েলো সেটের এক প্রশ্নে অপশন দুটি একইভাবে পুনরায় উল্লেখ করা হয়েছিল। তাছাড়া চতুর্থ শিফটেও একটি প্রশ্নে একই অপশন দু’বার ছিল।

কুষ্টিয়া জেলা থেকে আসা সাগর বিশ্বাস নামে আরেক পরীক্ষার্থী জানান, সে চতুর্থ শিফটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভবনে পরীক্ষা দিযেছে। সে একটি প্রশ্ন দুটি অপশন একই পাওয়ায় সেটি উত্তর না করে পরীক্ষা শেষ করেন।

বরিশাল থেকে আগত তৃতীয় শিফটে পরীক্ষা দেওয়া শিক্ষার্থী মো. সিফাত বলেন, ‘তৃতীয় শিফটের প্রশ্নপত্রে ৮০টি প্রশ্নের পরিবর্তে আমরা ৭৮টি প্রশ্ন পেয়েছিলাম। দুটি প্রশ্নে চারটি অপশন ছিল, কিন্তু কোনো প্রশ্নই ছিল না। পরে হলের দায়িত্বরত শিক্ষকদের জানানোর পর হোয়াইট বোর্ডে বাকি প্রশ্ন দুটি লিখে দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে কলা ও মানবিকী অনুষদে পরীক্ষার দায়িত্বরত একজন এক শিক্ষক বলেন, ‘তৃতীয় শিফটের পরীক্ষায় গ্রিন সেট প্রশ্নপত্রে দুটি প্রশ্ন ছিল না। পরে আমরা পাশের রুম থেকে ওই দুটি প্রশ্ন নিয়ে এসে বোর্ডে লিখে দিই। এর মধ্যে পরীক্ষার্থীরা ঘাবড়ে গিয়েছিলেন। প্রশ্নপত্র ত্রুটিপূর্ণ ছিল। কয়েকটি প্রশ্নে অপশন একাধিকবার ছিল। আমাদের কক্ষে প্রশাসন থেকে কোনো নির্দেশনাও আসেনি।’

এ বিষয়ে গাণিতিক ও পদার্থ বিজ্ঞানবিষয়ক অনুষদের ডিন মাহবুব কবির বলেন, ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষার প্রশ্নপত্রে গ্রিন কালার সেটে কয়েকটি রুমে দুটি প্রশ্ন ছিল না। এটা আসলে ছাপার সমস্যা ছিল। পরে বিষয়টি জানতে পেরে আমাদের সহকর্মীরা যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধান করে দিয়ে আসেন।’


সর্বশেষ সংবাদ