কুবির ভর্তি পরীক্ষা ১৫০ নয়, ১২০ নম্বরে—যেভাবে হবে মানবণ্টন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার নম্বর কমানো হয়েছে। ১৫০ এর স্থলে ১২০ নম্বরে এ পরীক্ষা নেওয়া হবে। কীভাবে এ নম্বরবণ্টন হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের  ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মেধা স্কোর নির্ণয় করা হবে। এ ক্ষেত্রে এসএসসি/‘ও’ লেভেল বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত (৪র্থ বিষয়সহ) জিপিএ-কে ২ দিয়ে গুণ এবং এইচএসসি/‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত/হিসাবকৃত জিপিএ-কে ২ দিয়ে গুন করা হবে। 

এ দুইয়ের যোগফল ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর থেকে প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে ১২০ নম্বরের ওপর মেধা স্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে। ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় প্রাপ্ত লেটার গ্রেডের পয়েন্ট জিপিএ এ=৫.০০, বি=৪.০০, সি=৩.৫০ এবং ডি=৩.০০ হিসাব করতে হবে। 

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী’র সভাপতিত্বে সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: ১০ হাজার কোটির বিশ্ববিদ্যালয় এখন ৮৩৯ কোটি

আগে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে ১৫০ নম্বরের ওপর মেধা স্কোর নির্ণয় করে তার ক্রমানুসারে মেধা তালিকা তৈরি করা হবে উল্লেখ করা হয়েছিল। এটি পরিবর্তন করে ১২০ নম্বর করা হলো। আগামী ১৯ এপ্রিল ‘সি’ ইউনিট সকাল ১০ টায় ও ‘এ’ ইউনিট বিকাল ৩ টায় এবং ২৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ৪ টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

প্রার্থীদের আবেদন চলমান রয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দিনরাত যে কোনও সময় এমন কি বন্ধের দিনও শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিভিন্ন গণমাধ্যম ও কুবি ওয়েবসাইটে (www.cou.ac.bd) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ