রাবির ভর্তি আবেদন শেষ, ফি দেওয়া যাবে আজও
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ AM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৭ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ প্রক্রিয়া শেষ হলেও আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, প্রাথমিক আবেদনের সময় শেষ হয়েছে। বিল পেমেন্ট আজ ৬ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত করা যাবে। এরপর আর টাকা প্রদান করা যাবে না।
এর আগে গত ২৭ জানুয়ারি বেলা ১২টা ১মিনিট থেকে শুরু হয়েছে। আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে রাবির ওয়েবসাইটে।
আরো পড়ুন: ক্লাস রুমে মোবাইল নিতে পারবেন না প্রাথমিকের শিক্ষকরা
চূড়ান্ত আবেদন তিনটি পর্যায়ে গ্রহণ করা হবে। যে কোন পর্যায়ের জন্য নির্বাচিত প্রার্থীকে অবশ্যই সেই পর্যায়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আবেদনের আর কোন সুযোগ থাকবে না। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।